ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

বিল দখল নিয়ে দুগ্রুপের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ২৩ জুন ২০২৫ , ১২:০১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বগুড়ার গাবতলিতে বিলের ভাগবাটোয়ারা নিয়ে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম জুয়েল মিয়া (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। রোববার সোনাকানিয়া বিলের ভাগবাটোয়ারা নিয়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

সোমবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলি মডেল থানার ওসি সেরাজুল হক।

নিহত জুয়েল গাবতলি মহিষাবান ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি এ ইউনিয়নের সোনাকানিয়া সরকার পাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে। 

বিজ্ঞাপন

এলাকাবাসী জানায়, গাবতলি মহিষাবান সোনাকানিয়া বিলের ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরেই জুয়েলের সঙ্গে তার প্রতিপক্ষ একই গ্রামের তাজেলসহ কয়েকজনের বিবাদ চলে আসছিল। বিবাদের জের ধরে রোববার সকাল ১০টার দিকে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে জুয়েলকে ইট দিয়ে বুকে আঘাত করা হয় এবং হাঁটুতে ইটের আঘাতে জুয়েল আহত হন। এ ঘটনায় প্রতিপক্ষের তাজেলও আহত হন। এ ঘটনায় ৩ থেকে ৪ জন আহত হন। আহতরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নেন। আহতদের মধ্যে জুয়েল গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গাবতলি মডেল থানার ওসি সেরাজুল হক বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমাদের থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত বিএনপি নেতার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |