ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

কোস্টগার্ডের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সতর্ক করতে মাইকিং

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ২৩ জুন ২০২৫ , ১২:৫৭ পিএম


loading/img
ছবি: আরটিভি

বরগুনার পাথরঘাটা উপজেলায় কোস্টগার্ডের নাম ব্যবহার করে একটি অসাধু চক্রের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সচেতন করতে রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়, যাতে কেউ প্রতারিত না হন।

বিজ্ঞাপন

বাংলাদেশ কোস্টগার্ড মাইকিংয়ের মাধ্যমে স্পষ্ট জানিয়েছে, তারা কখনোই কোনো সাধারণ নাগরিকের কাছ থেকে চাঁদা দাবি বা আদায় করে না। কোস্ট গার্ডের নাম ব্যবহার করে কেউ চাঁদা দাবি করলে তা একটি গুরুতর প্রতারণামূলক অপরাধ হিসেবে বিবেচিত হবে।

কোস্টগার্ড সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে, কেউ যদি এ ধরনের ঘটনার সম্মুখিন হন বা চক্রের সন্ধান পান, তাহলে দ্রুত ১৬১১১ নম্বরে ফোন করে অথবা সরাসরি পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনে যোগাযোগ করবেন।

বিজ্ঞাপন

52000000

জানা গেছে, কোষ্টগার্ডের সোর্স পরিচয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলার, নদীপথে মালবাহী নৌযান এবং উপকূলবর্তী এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে ‘কোস্টগার্ডের অনুমোদন’ বা ‘রক্ষার’ নামে অবৈধভাবে অর্থ আদায় করছে। এমন অভিযোগ উপকূলীয় মৎস্য ব্যবসায়ীদের। মূলত এমন অভিযোগের বিষয়ে কোস্ট গার্ডের অবস্থান স্পষ্ট করতে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হয়।

এ বিষয়ে কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, প্রকৃত কোস্টগার্ডের সঙ্গে এই অপরাধীদের কোনো সম্পর্ক নেই। তারা জনগণকে আহ্বান জানান, কেউ এমন চাঁদাবাজির মুখোমুখি হলে যেন তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানান।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান বলেন, চাঁদার বিষয়টি নিয়ে কোস্টগার্ডের পক্ষ থেকে এলাকায় সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |