ঢাকাবৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

ভারতে পাচারের সময় ৯টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৩ জুন ২০২৫ , ০১:১৬ পিএম


loading/img
ছবি: আরটিভি

ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে ৯ স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ১ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ১০৮ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। 

বিজ্ঞাপন

সোমবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

আটক আব্দুল মোমিন (৪৫) জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের তেঁতুল মন্ডলের ছেলে। 

বিজ্ঞাপন

বিজিবি জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাইসাইকেলে করে এক ব্যক্তিকে সীমান্তের দিকে যাওয়ার সময় তাকে তল্লাশি করা হয়। উদ্ধার করা হয় স্বর্ণের বারগুলো। যার ওজন ১ কেজি ১৬৬ দশমিক ২০ গ্রাম। 

এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, আটক মোমিনকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |