ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

কুড়িগ্রামে আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার 

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৩ জুন ২০২৫ , ০৫:০৫ পিএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

কুড়িগ্রামের কচাকাটায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কচাকাটা থানা পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। 

বিজ্ঞাপন

সোমবার (২৩ জুন) দুপুরে কুড়িগ্রাম আদালতে তাদের পাঠানো হয়। 

গ্রেপ্তার হওয়া নেতাকর্মীরা হলেন—কচাকাটা থানার কেদার ইউনিয়নের টেপারকুটি হাজিপাড়া গ্রামের বকছার আলীর ছেলে ও কেদার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক নুরুল হক দুলু, একই ইউনিয়নের টেপারকুটি মোল্লা পাড়ার মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মোজাম্মেল হক মন্টু, বলদিয়া ইউনিয়নের পশ্চিম কেদার গ্রামের মৃত সুজাব আলী খানের ছেলে ও বলদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তারে খান, একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ও বলদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। এ ছাড়া যুবলীগ কর্মী বলদিয়া ইউনিয়নের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের মৃত ওমর আলীর ছেলে এরশাদুল আলম ও কেদার ইউনিয়নের গোলেরহাট গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে ছাত্রলীগের কর্মী বেলাল হোসেনকেও গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্ররণ করা হয়েছে।

আরটিভি/এমকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |