ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে ভয়াবহ ডাকাতি 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ২৩ জুন ২০২৫ , ০৫:২০ পিএম


loading/img
ছবি: প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে সোহাগ এগ্রো লিমিটেড কারখানার নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুট করার অভিযোগ উঠেছে। রোববার রাত দেড়টার দিকে উপজেলার পাঁচ লক্ষি এলাকায় ওই কারখানায় এ ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

সোমবার (২৩জুন) দুপুরে কালিয়াকৈর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালামপুর পাঁচ লক্ষী এলাকায় রোববার রাত দেড়টার দিকে  সোহাগ এগ্রো লিমিটেড কারখানার  সীমানায় তারের বেষ্টনী কেটে ১৫ থেকে ২০ জনের ডাকাত দলের সদস্যরা ভেতরে ঢুকে নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে একটি কক্ষ থেকে বিদ্যুতের ট্রান্সফর্মার ও বিদ্যুতের তার, ল্যাপটপ, কম্পিউটার দুটি, ইলেকট্রিক ডিভাইস, সিসি ক্যামেরা, চাউল মাপার স্কেলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ততক্ষণে ডাকাত দলের সদস্যরা ঘটনাস্থল থেকে মালামাল নিয়ে পালিয়ে যায়। 

বিজ্ঞাপন

এতে কমপক্ষে প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুট হয় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। 

এগ্রো কারখানার ব্যবস্থাপনা পরিচালক রাইসুল ইসলাম রিপন জানান, পনেরো থেকে বিশ জনের ডাকাত দলের সদস্যরা ভিতরে ঢুকে নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে ফেলে। এরপর কারখানার ভিতরের মালামাল লুট করে নিয়ে যায়। 

সোহাগ এগ্রো কারখানার ব্যবস্থাপক আব্দুল জলিল বলেন, ডাকাতের ঘটনা নিশ্চিত করেছেন। এখনও অভিযোগ করা হয়নি। তবে অভিযোগে প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, তদন্ত চলছে তদন্তের পরে জানা যাবে। কত লাখ টাকার মালামাল লুট হয়েছে। তবে এই বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |