ঢাকাTuesday, 15 July 2025, 31 Ashaŗh 1432

তিলক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ২৩ জুন ২০২৫ , ০৫:২৭ পিএম


loading/img
ছবি: আরটিভি

নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি বিলের মধ্যে তিল খেত থেকে অজ্ঞাত পরিচয়ের একজনের কঙ্কাল উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের মৌজা কোলা এলাকায় কঙ্কালটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা এলাকায় তিল কাটা অবস্থায় লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের মো. সাখাওয়াত হোসেন একটি অজ্ঞাত মানুষের কঙ্কাল ও মাথার খুলি বিলের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি লোহাগড়া পুলিশকে জানান। 

01441100000

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত কঙ্কালটি নারী নাকি পুরুষ, এবং এর পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে একটি মানুষের কঙ্কাল উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একজন নারীর কঙ্কাল। আমরা সকল থানায় তথ্য প্রেরণ করেছি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |