ঢাকাসোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

কলঙ্ক মোচনের জন্য পুলিশকে মানবিক হতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ২৩ জুন ২০২৫ , ০৫:৩১ পিএম


loading/img
ছবি: আরটিভি

কলঙ্ক মোচনের জন্য পুলিশকে জনবান্ধব ও মানবিক হতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

বিজ্ঞাপন

সোমবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা মব প্রসঙ্গে বলেন, মব বন্ধে আমরা কঠোর হস্তে দমন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। গত যে ঘটনা ঘটেছে এতে আমাদের বাহিনীর কেউ দায়ী থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যারা এটা করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

বর্তমানে পুলিশের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, জনগণ সন্তুষ্ট থাকলে আমার সন্তুষ্ট। আমি তাদের প্রতিনিধিত্ব করছি। সন্তুষ্ট কোনো প্যারামিটের না। আমরা চেষ্টা করে যাচ্ছি যেন সবাইকে ভালো রাখতে পারি।

বন্যা প্রসঙ্গে  জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বন্যা এখনও আসেনি। দোয়া করবেন যেন না আসে। যদি আসে তাহলে আমাদের সবধরনের প্রস্তুতি আছে।

এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, জেলা পুলিশ মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |