নোয়াখালী হাতিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে ২৮ জনকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা।
সোমবার (২৩ জুন) উপজেলার চেয়ারম্যান ঘাট রুটের বউবাজার এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
জীবিত উদ্ধার হওয়া যাত্রী পল্লী চিকিৎসক ফয়সাল বলেন, ২৭ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে আসে। এটি বৌবাজার এলাকায় পৌঁছালে বোটের তলা ফেটে পানি ঢুকে যায়। পরে যাত্রীরা স্থানীয়দের সহযোগিতায় সাঁতরে তীরে উঠে আসেন।
তিনি অভিযোগ করে বলেন, বোটটিতে অতিরিক্ত যাত্রী বহনের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। যাত্রী উঠানোর সময় একাধিকবার বোট চালককে অতিরিক্ত যাত্রী বহনে নিষেধ করা হলেও তিনি শুনেননি।
এ বিষয়ে নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, স্পিডবোটটি নদীর তীরে এসে দুর্ঘটনার কবলে পড়ে। যাত্রী ও চালক সবাই জীবিত উদ্ধার হয়েছেন।
আরটিভি/এমকে