ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সিরাজদিখানে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ২৩ জুন ২০২৫ , ০৬:৩১ পিএম


loading/img
ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের সিরাজদিখান তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৬ জন টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় প্রায় ১০টি দোকান ভাঙচুর করা হয়। 

বিজ্ঞাপন

সোমবার (২৩ জুন) দুপুর ১টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি ও খাসমহল গ্রামের মধ্যে বালুচর বাজারের চৌরাস্তায় এ সংর্ষের ঘটনা ঘটে। 

খবর পেয়ে সেনাবাহিনী ও সিরাজদিখান থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, মোল্লাকান্দি গ্রামের সুরুজ মিয়ার ছেলে শাহীন বেপারী (৩২) তার মালিকানাধীন ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজের ছয় মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সোমবার দুপুরে সিরাজদিখান পল্লী বিদ্যুৎ অফিসের একজন কর্মকর্তা বিল আদায়ে গ্যারেজে যান। এ সময় গ্যারেজ মালিক শাহীন বেপারীর সঙ্গে কর্মকর্তার কথা কাটাকাটি হয়। পরে পাশের খাসমহল গ্রামের সুলতান সর্দার (৪০) হস্তক্ষেপ করলে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়, যা একপর্যায়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।

বালুচর ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে ২ গ্রামবাসীর মধ্যে মারামারি হয়েছেন। আহত হয়েছেন ৩০ জনের মতো। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমি উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করলে আমার দিকেও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, তবে আমি অক্ষত রয়েছি।

সিরাজদিখান থানার ওসি শাহেদ আল মামুন বলেন, বর্তমান পরিস্থিতি শান্ত আছে। বালুচর বাজারে পুলিশ মোতায়েনসহ সেনাবাহিনীও রয়েছে। কয়েকজন টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন ৩০ জন। এ ঘটনার সঙ্গে জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বিজ্ঞাপন

আরটিভি/এমকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |