ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ থানার ওসিসহ ৮ কর্মকর্তাকে বদলি

আরটিভি নিউজ

সোমবার, ২৩ জুন ২০২৫ , ০৮:১৩ পিএম


loading/img
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নয়টি থানার মধ্যে পাঁচটির ওসিসহ আটজন পুলিশ পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদেরকে বদলি বলা হয়।

পুলিশ সুপার স্বাক্ষরিত আদেশ অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দুইজন পুলিশ পরিদর্শককে জেলা অভ্যন্তরে বিভিন্ন থানায় বদলি ও একজন পুলিশ পরিদর্শককে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা করা হয়েছে।

বিজ্ঞাপন

আদেশ অনুযায়ী আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বিল্লাল হোসেনকে পুলিশ পরির্দশক সদর কোর্ট, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল হাসানকে পুলিশ পরির্দশক সদর কোর্ট, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাককে পুলিশ পরিদর্শক (ডিএসবি),  নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলমকে আশুগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরীকে সরাইল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে  বদলি করা হয়েছে।

এ ছাড়া নাসিরনগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে জেলা পুলিশ লাইনসে লাইনওয়ার থাকা মুহাম্মদ আজাহারুল ইসলামকে, নবীনগর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলামকে ও বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খানকে পদায়ন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. এহতেশামুল হক জানান, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে তাদেরকে বদলি করা হয়েছে। বদলির এ অফিস আদেশ অবিলম্বে কার্যকর হবে। আশা করা যাচ্ছে বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |