সাভারে ৩টি ওয়াশিং ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
সোমবার (২৩ জুন) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরাড়ি এলাকায় বেস্ট ড্রেস ওয়ার ওয়াশিং লিমিটেডকে ১ লাখ টাকা, তেঁতুলঝোড়া কলেজ রোডে আল আকসা ওয়াশিং প্লান্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া লেটেস্ট ওয়াশ নামের একটি কারখানায় অভিযান পরিচালনা করতে গেলে কর্তৃপক্ষ পালিয়ে যায় কিন্তু এ সময় কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ দিকে আরও দুটি ফ্যাক্টরিতে মোট এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানা গেছে।
এসব অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী সচিব মনিজা খাতুন।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মনিজা খাতুন বলেন, অবৈধ পাইপলাইন তুলে নেওয়া হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে এবং প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে মামলা হবে।
অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী তৌফিক এলাহি সবুজ, প্রকৌশলী মাহমুদ হোসেন আলমগীর, প্রকৌশলী জাকারিয়া আবেদ, তৌহিদুল ইসলাম, প্রকৌশলী মামুন অর রশিদসহ তিতাসের কারিগরি টিমের সদস্যরা।
অভিযানে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার মডেল থানার উপপরিদর্শক মো. কাদের শেখ ও মশিউর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এমকে -টি