ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

‘টিটেনাস সংক্রামক রোগ, তাই জীবানুমুক্ত করতে আইসিইউ বন্ধ’

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ১০:৫২ এএম


loading/img
ছবি: সংগৃহীত

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা মহুবার রহমান নামে এক রোগীর শরীরে টিটেনাস (ধনুষ্টংকার) শনাক্ত হয়েছে। সোমবার কুড়িগ্রামের চিলমারী থেকে আসা ওই রোগীর শরীরে এ রোগ শনাক্ত হয়। এ কারণে আগামী তিন দিনের জন্য আইসিইউ সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ছাড়া সেখানে থাকা অন্য রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।

হাসপাতালের আইসিইউ বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহেল বারী বলেন, সোমবার দুপুরে আইসিইউতে থাকা একজন রোগীর ডায়ালাইসিস ও সার্জারির পরীক্ষা-নিরীক্ষায় আমরা নিশ্চিত হই ওই রোগীর শরীরে টিটেনাস রোগ রয়েছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যেহেতু টিটেনাস সংক্রামক রোগ, এ কারণে পুরো আইসিইউকে জীবানুমুক্ত করতে ৩ থেকে ৪ দিন ওয়ার্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। টিটেনাস আক্রান্ত রোগী মহুবার রহমান কুড়িগ্রামের চিলমারী থেকে সোমবার দুপুরে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হতে রংপুরে আসেন। তাকে পরীক্ষা-নিরীক্ষার পর শরীরে টিটেনাস শনাক্ত হলে তাকে আইসিইউ থেকে মেডিকেলের আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

জানা যায়, মোট ৯ জন রোগীর মধ্যে ৫ জনকে অবস্থা অনুযায়ী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। ৩ জন রোগী ভেন্টিলেটরে থাকায় তাদের বিকল্প ব্যবস্থাপনায় নেওয়া হবে। এরপর কেমিকেল দিয়ে পুরো আইসিইউ ওয়ার্ড পরিষ্কার করার পর আবার তা চালু করা হবে। এজন্য ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে।

এ বিষয়ে রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, টিটেনাস শনাক্ত হওয়ায় আইসিইউ বিভাগ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। এ কারণে কিছু রোগীকে আইসিইউ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |