ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ০১:১৬ পিএম


loading/img
ছবি: আরটিভি

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে নৈশ্যকোচ ও থ্রিহুইলারের সংঘর্ষে আশরাফুল ইসলাম (৫০) ও তার মেয়ে রাবিয়াতুনের (১৫) মৃত্যু হয়েছে। তাদের বাড়ি সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের খলিসাকুড়ি গ্রামে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুন) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন খোসবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। রাবিয়াতুন নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে যানা গেছে।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সকালে বাবার থ্রিহুইলার করে অর্ধবার্ষিকী পরীক্ষা দিতে যাচ্ছিলেন মেয়ে রাবিয়াতুন। এ সময় খোসবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় পেছন থেকে একটি নৈশ্যকোচ এসে থ্রিহুইলারকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা-মেয়ের মৃত্যু হয়। 

বিজ্ঞাপন

তিনি বলেন, এ ঘটনায় কোচটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ ঘটনায় বাসযাত্রী বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সদস্যরা। দুর্ঘটনার পর বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। 

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |