ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বড়পুকুরিয়া কয়লাখনিতে কয়লা উত্তোলন বন্ধ

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ০২:২৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে। খনি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে উত্তোলন ফেইজের মজুত শেষ হওয়ায় সোমবার দুপুর থেকে উত্তোলন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাখনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক।

তিনি বলেন, ২০২৫ সালের ২৩ জানুয়ারি থেকে খনির ভূগর্ভস্থ ১৩০৫ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়। বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই ফেইজ থেকে ৫ লাখ ১ হাজার টন কয়লা উত্তোলন হয়েছে। ১৪০৬ নতুন ফেইজে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য খনির কয়লা উৎপাদন প্রায় দেড় মাস সময় সাময়িক বন্ধ থাকছে। নতুন এই ফেইজ থেকে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন কয়লা পাওয়া যাবে। ১৪০৬ নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপনে কাজ শেষে আগস্টের প্রথম সপ্তাহে কয়লা উত্তোলন শুরু হবে।

বিজ্ঞাপন

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্র সচল রাখার জন্য কোল ইয়ার্ডে প্রায় ৫ লাখ টন কয়লা মজুদ রয়েছে। কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১ নম্বর ইউনিট থেকে ৬০ মেগাওয়াট ও ৩ নম্বর ইউনিটটি থেকে উৎপাদিত ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ২ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলাম সরকার বলেন, খনির নতুন ফেইজ তৈরি করতে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ। নতুন ফেইজের উন্নয়নকাজ শেষ হলে আগস্টের প্রথম সপ্তাহে কয়লা উত্তোলন আশা করা হচ্ছে।

আরটিভি/এমকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |