ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ব্যবসায়ীর দাড়ি ধরে টানাটানি, মারধরের ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ), আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ০২:৫৭ পিএম


loading/img
ছবি: আরটিভি

মানিকগঞ্জের ঘিওরে এক ব্যবসায়ীকে দাড়ি ধরে টেনে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে ঘিওর উপজেলার থানা রোডের মানিক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী আলী আজম মানিককে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মারধর করতে দেখা যায়। পার্শ্ববর্তী ঘিওর বাজারের টিন ব্যবসায়ী নাসিম ভূঁইয়া এ কাজ করেছেন বলে জানা গেছে। সোমবার রাত ৯টায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘিওর থানার অফিসার ইন চার্জ (ওসি) রফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই প্রতিষ্ঠানে গিয়ে টাকা ছাড়াই জোর করে কম্পিউটারে কাজ করাতে চান নাসিম ভূঁইয়া। আলী আজম মানিক এতে কাজ না করতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করেন নাসিম ভূঁইয়া।

বিজ্ঞাপন

122122

অপরদিকে নাসিম ভূঁইয়ার দাবি, তিনি দোকানে কাজ করাতে গেলে আলী আজম মানিক কাজ করবে না বলে জানান। এতে তিনি ক্ষিপ্ত হয়ে এ কাজ করেন। 

তবে এভাবে মারধর করা ঠিক হয়নি বলেও অনুতপ্ত হন তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আলী আজম মানিক থানায় লিখিত অভিযোগ করেছেন। নাসিম ভূঁইয়া ওই কম্পিউটার দোকানে কাজ করাতে গিয়ে এ কাজ করেছেন। আগের টাকা না দিলে কাজ করবে না বলার পর নাসিম ভূঁইয়া আলী আজম মানিককে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

বিজ্ঞাপন

এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আরটিভি/এমকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |