ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

বাগমারায় ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী শিশু

আরটিভি নিউজ 

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ০৪:১৩ পিএম


loading/img
প্রতীকী ছবি

রাজশাহীর বাগমারায় এক প্রতিবন্ধী শিশুকে (৭) ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে ওই শিশুকে রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম।

রামেক হাসপাতালের মুখপাত্র ড. শংকর কুমার বিশ্বাস বলেন, সোমবার দিনগত রাত ৩টার দিকে ওই শিশুকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে ওসিসিতে ভর্তির নির্দেশ দেন। সেই অনুযায়ী তাকে সেখানে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে রাজশাহীর বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, সোমবার রাত আনুমানিক ১১টা থেকে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। যেহেতু মেয়েটি বাকপ্রতিবন্ধী, তাই কিছু বলতে পারছে না। সে কারণে কোনো অভিযোগ এখনও পাইনি। 

অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |