ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ , ০৫:৪৮ পিএম


loading/img
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মালেক জুট মিলের শ্রমিকরা। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুন) মহাসড়কের কাঁচপুর এলাকার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে তারা। এতে মহাসড়কের মদনপুর থেকে শিমরাইল এলাকা পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শ্রমিকদের আশ্বস্ত করলে তারা মহাসড়ক থেকে সরে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন
আরও পড়ুন

শ্রমিকরা বলছেন, আজকের মধ্যে বকেয়া পরিশোধ করতে হবে এবং নোটিশ ছাড়া শ্রমিক ছাঁটাই ও ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মিল বন্ধ করে দেয়ার হুমকি দিলে আবারও আমরা রাস্তায় নামতে বাধ্য হবো। 

বিজ্ঞাপন

কারখানার উপমহাব্যবস্থাপক মাকসুদুর রহমান জানান, বকেয়া পরিশোধ করা হবে। শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেছে।

বিজ্ঞাপন

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদ মোর্শেদ জানান, মালিক পক্ষের কথা বলে শ্রমিকদের আশ্বস্ত করলে শ্রমিকরা তা মেনে মহাসড়ক থেকে সরে যান, যান চলাচল স্বাভাবিক হয়।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |