ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

এসআই সুকান্তকে পুলিশে সোপর্দ করল জনতা, পাঠানো হলো হাসপাতালে

আরটিভি নিউজ 

বুধবার, ২৫ জুন ২০২৫ , ১০:০৬ এএম


loading/img
ছবি: সংগৃহীত

খুলনায় সুকান্ত দাশ নামে পুলিশের এক এসআইকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার নগরীর ইস্টার্ন গেট এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলনার খানজাহান আলী থানার ওসি কবির হোসেন।

জানা যায়, গত বছরের জুলাই অভ্যুত্থানের সময় বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে এসআই সুকান্তের বিরুদ্ধে। অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে একাধিক মামলা করেন ভুক্তভোগীরা। এসআই সুকান্ত দীর্ঘদিন সোনাডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। ২০২৩ সালে তাকে খুলনা সদর থানায় বদলি করা হয়। গণঅভ্যুত্থানের পর প্রথমে তাকে ঢাকায় ও পরে চুয়াডাঙ্গায় বদলি করা হয়। একটি মামলার সাক্ষ্য দিতে মঙ্গলবার তিনি খুলনায় আসেন। সাক্ষ্য দিয়ে ফেরার পথে তাকে মারধর ও আটক করা হয়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন সুকান্ত। অটোরিকশা ইস্টার্ন গেটের সামনে দাঁড়িয়ে আরও যাত্রী ওঠানোর সময় স্থানীয় কয়েকজন লোক সুকান্তকে চিনতে পেরে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেন।

খুলনা মহানগর বিএনপির সদস্য শরিফুল ইসলাম টিপু বলেন, উত্তেজিত লোকজন এসআই সুকান্তকে মারধর করে। নিরাপত্তার কথা ভেবে তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে খুলনার খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বলেন, জনতা এসআই সুকান্তকে মারধর করছে, এমন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তখন পরিস্থিতি খুব উত্তপ্ত ছিল। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা বুঝিয়ে তাকে পুলিশের হেফাজতে নিয়ে নেই। পরে চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |