ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

শিশু ধর্ষণ মামলায় কিশোরের ১০ বছর আটকাদেশ

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ১১:১১ এএম


loading/img
ছবি: সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়ায় শিশু ধর্ষণের মামলায় ১৭ বছরের এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ (কারাদণ্ড) দিয়েছেন আদালত। মঙ্গলবার পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. আসাদুল্লাহ এ রায় দেন।

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারি কৌঁসুলি (পিপি) নরুল ইসলাম সরদার শাহজাহান।

‎ওই কিশোরের বাড়ি ভান্ডরিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া এলাকায়।

জানা যায়, ২০১৯ সালের ১৪ অক্টোবর ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া এলাকার গৃহবধূ তার দুই মেয়ের মধ্যে এক মেয়েকে নিয়ে বরিশালে চিকিৎসা করাতে যান। বাড়িতে ছোট মেয়ে ও শ্বশুরকে রেখে যান। রাতে শ্বশুর ঘুমিয়ে গেলে সুযোগ বুঝে অভিযুক্ত কিশোর ওই শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারি কৌঁসুলি (পিপি) নরুল ইসলাম সরদার শাহজাহান বলেন, ভান্ডারিয়ায় এক শিশু ধর্ষণের অভিযোগে আমরা প্রসিকিউশন মামলাটি প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আসামিকে ১০ বছরের আটকাদেশ (কারাদণ্ড) দিয়েছেন। আদালতের রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |