ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

সিরাজগঞ্জে বিএনপির ১৩ নেতাকে শোকজ

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ১১:২২ এএম


loading/img
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ও রায়গঞ্জ উপজেলার ১৩ নেতাকে শোকজ করেছে বিএনপি। একই সঙ্গে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আরও ২১ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হক সই করা পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞাপন

বুধবার (২৪ জুন) শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির নির্বাহী সদস্য রহিত মান্নান লেলিন।

শোকজপ্রাপ্ত নেতারা হলেন- জেলা বিএনপির উপদেষ্টা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক দুলাল হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, জেলা বিএনপির উপদেষ্টা কামাল হোসেন, আমিনুল বারী তালুকদার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ব্যারিস্টার আব্দুল বাতেন, জেলা বিএনপির নির্বাহী সদস্য রহিদ মান্নান লেলিন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল, রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম হিরন, সাবেক সাংগঠনিক সম্পাদক রুম বাদশা ও উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল হাশেম।

বিজ্ঞাপন

ওই চিঠিতে বলা হয়, ২০ জুন তাড়াশ উপজেলার শাহ শরীফ জিন্দানী (রহ.) এর মাজার জিয়ারতের সময় নেতাকর্মীদের উপস্থিতিতে স্লোগানে বলা হয়, টুকু ভাইয়ের সালাম নিন (বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু) দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যা দলীয় শৃঙ্খলা পরিপন্থি। এ অবস্থায় আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা ৪৮ ঘণ্টার মধ্যে জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশপূর্বক অনুরোধ করা হলো।

এ বিষয়ে জেলা বিএনপির নির্বাহী সদস্য রহিত মান্নান লেলিন বলেন, নওগাঁ মাজার জিয়ারতের সময় সেখানে জামায়াতের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তবে কে বা কারা ওই স্লোগান দিয়েছিল তা আমি জানি না।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |