ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৮ জনকে বিএসএফের পুশ ইন

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ২৫ জুন ২০২৫ , ০৩:১২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে সীমান্তের ৩টি পয়েন্ট দিয়ে ১৮ জনকে পুশ ইন করেছে বিএসএফ। 

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) ভোরে শুকানী, টোকাপাড়া ও জয়ধরভাঙ্গা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়া হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। 

বিজ্ঞাপন

বিজিবি জানায়, শুকানী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৫ জনকে পুশ ইন করা হয়।

একই সময়ে টোকাপাড়া সীমান্তে ৬ জন এবং জয়ধরভাঙ্গা সীমান্ত দিয়ে ৭ জনকে ঠেলে দেয় বিএসএফ। পরে তাদের আটক করা হয়। আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, বিএসএফের ঠেলে পাঠানো ১৮ জনকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। তারা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে। তাদের নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা প্রদানের চেষ্টা করছি। পরিচয় যাচাই সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |