ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

হাতিয়ায় টমটম-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ২৫ জুন ২০২৫ , ০৪:১৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় টমটম ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাছির উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) সকালে উপজেলার চৌমুহনী বাজার থেকে চরচেঙ্গা বাজার প্রধান সড়কে কাজির বাজারে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত নাছির উদ্দিনের বাড়ি সোনাদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের মৃত শাহে আলমের ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী জামাল হোসেন জানান, ব্যাটারি চালিত একটি অটোরিক্সা করে চরচেঙ্গা বাজার থেকে ছেলের ঔষধের জন্য ওছখালীর উদ্দেশ্য যাচ্ছিলেন নাছির। বিপরীত দিক থেকে একটি টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে রিক্সার যাত্রী নাছির উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত আরও দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়কে পর্যাপ্ত নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনার অভাবে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত কার্যকর নজরদারির ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |