উপজেলার বিভিন্ন সমস্যা এবং উন্নয়নের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে স্মারকলিপি দিয়েছে সামাজিক সংগঠন আমরা বন্দরবাসী। স্মারকলিপিতে বন্দরবাসীর জন্য বিশুদ্ধ পানি, স্বাস্থ্য ঝুঁকি দূরীকরণ এবং নিরাপদ সড়কের দাবি করা হয়।
বুধবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের হাতে এ স্মারকলিপি তুলেদেন সংগঠনটির সভাপতি অধ্যাপক জানে ই আলমসহ নেতাকর্মীরা।
স্মারকলিপিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলাধীন বন্দর উপজেলায় প্রায় চার লাখ মানুষের বাস। এই অঞ্চলের মানুষ শিল্প প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশ দূষণের কারণে প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকিতে আছে। বিশুদ্ধ পানির অভাবে কষ্ট করছে, সেই সাথে পানি বাহিত রোগে আক্রান্ত থাকে সারা বছর। প্রধান সড়কগুলি যানবাহন চলাচলের অযোগ্য এবং ঝুঁকিপূর্ণ রাস্তায় প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। সমস্যাগুলি দ্রুত সমাধানে কার্যকরী উদ্যোগ প্রত্যাশা করে বন্দরবাসী।
এসব সমস্যা সমাধানে স্মারকলিপিতে কিছু প্রস্তাবনা তুলে ধরে সংগঠনটি। এর মধ্যে রয়েছে সিমেন্ট ফ্যাক্টরির দূষণ বন্ধে জেলা প্রশাসকের নজরদারি। কয়েকটি গভীর নলকূপ অধিকাংশ সময়ে বিকল থাকে। সিটি কর্পোরেশন এলাকার প্রায় দুই লাখ মানুষ সারা বছর পানির অভাবে কষ্ট পাচ্ছে। যত দ্রুত সম্ভব গভীর নলকূপ বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ।
অপরদিকে বন্দরের প্রধান সড়ক মদনপুর থেকে মদনগঞ্জ সড়কটি ভয়ংকর রকমের খানাখন্দকে ভরে গেছে। যার ফলে প্রতিদিন বহু সংখ্যক মানুষ দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। রাস্তায় গাড়ি বিকল হয়ে পড়ে থাকার কারণে ঘণ্টার পর ঘণ্টা যানজট তৈরি হচ্ছে। এছাড়া নবীগঞ্জ ঘাট হইতে কাইকারটেক ব্রিজ এবং বন্দর ঘাট হইতে ঘাড়মোরা হয়ে কলাগাছিয়া পর্যন্ত রাস্তা দুটি চলাচলের একেবারেই অনুপযুক্ত হয়ে গেছে। রাস্তাগুলি সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না। এই রাস্তাগুলির উন্নয়ন দ্রুত সময়ে করার দাবি তোলা হয় স্মারকলিপিতে।
আরটিভি/এএইচ