ঢাকাশনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

কোরআন শরিফের ভেতরে করে ইয়াবা পাচার

টেকনাফ প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮ , ১০:০২ পিএম


loading/img

কক্সবাজারের টেকনাফে কোরআন শরিফের করে ইয়াবা পাচারের সময় তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। এসময় জব্দকৃত ১৫ হাজার পিস ইয়াবার আনুমানিক মূল্য ৪৬ লাখ টাকা।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন মিয়ানমারে মংডু সুধাপাড়ার বদি আলমের ছেলে মো. জোবায়ের(২০), টেকনাফ সদর বড়ইতলীর মৃত ইকবাল আহম্মেদের ছেলে দীল মোহাম্মদ(১৯) এবং একই এলাকার শফিউল্লাহর ছেলে আনোয়ার হোসেন(১৮)।

গত সোমবার ভোরে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে আসার গোপন সংবাদের ভিত্তিতে বড়ইতলীর কেওড়া বাগান বরাবর নাফ নদী কিনারায় অবস্থান নেয় টেকনাফ বিজিবির হাবিলদার মো. আশরাফুল আলমের নেতৃত্বে একটি টহল দল।

বিজ্ঞাপন

এসময় মিয়ানমার থেকে আসা একটি নৌকার তিনজন টহল দলের সদস্যদের দেখে পালানোর চেষ্টা করে। কিন্তু তাদেরকে ধরে ফেলে টহল দলের সদস্যরা। পরে আটককৃতদের সঙ্গে থাকা একটি কোরআন শরিফের ভেতরের অংশ কেটে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করতে সক্ষম হন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফে বিজিবির ২য় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ  চৌধুরী জানান, আটককৃতদের টেকনাফ থানায় সোপর্দ করে মাদক ও অবৈধ অনুপ্রবেশ আইনে আলাদা মামলা করা হয়েছে।

এর আগে গত ১০ মার্চ কক্সবাজার থেকে একজনকে আটক করা হয়, যার মাথার পাগড়ির মধ্যে ৬ হাজার পিস ইয়াবা লুকানো ছিল।

বিজ্ঞাপন

কে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |