ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ইতিহাসে হিলারি

বুধবার, ২৭ জুলাই ২০১৬ , ০৯:৪৮ এএম


loading/img

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন হিলারি ক্লিনটন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম বড় কোনো দলের প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হলেন একজন নারী।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনে হিলারিকে আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়া হয়। স্থানীয় সময় মঙ্গলবার দ্বিতীয় দিনের অধিবেশনে এ মনোনয়ন চূড়ান্ত হয়।

বিজ্ঞাপন

ওই সম্মেলনের যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেরই ডেমোক্র্যাটদের সমর্থন পেয়েছেন হিলারি।

হিলারির আনুষ্ঠানিক মনোনয়ন নিশ্চিত করেন তাঁরই প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের অপর মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্স।

আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়ার পর বক্তৃতা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং হিলারির স্বামী বিল ক্লিনটন।   

বিজ্ঞাপন

গত সোমবার ফিলাডেলফিয়া শহরের ওয়েলস ফার্গো সেন্টারে শুরু হয় ডেমোক্রেটিক দলের চার দিনব্যাপী জাতীয় সম্মেলন, যার উদ্বোধন করেন বাল্টিমোরের মেয়র স্টেফেনি রাওলিং।

বিজ্ঞাপন

বিবিসি জানায়, ডেমোক্রেটিক সম্মেলনে চার হাজার ৭৬৫ ডেলিগেট ভোট দেন। তিনি দুই হাজার ৮০৭ ডেলিগেটের সমর্থন পেয়েছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |