ঢাকাবুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

ইব্রা আলোয় ইউনাইটেডের বড় জয়

রোববার, ৩১ জুলাই ২০১৬ , ০১:২১ পিএম


loading/img

ইব্রাহিমোভিচের ঝলমলে অভিষেকের দিনে প্রাক-মৌসুমের ম্যাচে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মাঠে নেমেই ইব্রাহিমোভিচ জানান দিলেন কেন তিনি স্পেশাল। তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের বিপক্ষে নিজে গোল করে দলকে এনে দিলেন ৫-২ গোলের জয়।

বিজ্ঞাপন

নিজ দেশের মাটিতে ম্যানইউর হয়ে অভিষেক দেখতে মুখিয়ে ছিলেন ইব্রার সমর্থকরা। দর্শকদের বেশিক্ষণ অপেক্ষায় রাখেননি এই তারকা। ম্যাচের চতুর্থ মিনিটে ডান দিক থেকে আন্তোনিও ভালেন্সিয়ার ক্রসে পেনাল্টি বক্সের কাছ থেকে বাইসাইকেল কিকে করলেন দর্শনীয় গোল। এ গোলেই প্রমাণ দিলেন বয়স ৩৪ বছর পার হলেও এখনো তিনি সেই ক্ষিপ্র ইব্রাই আছেন।

ম্যাচের ২২ মিনিটে তুর্কি মিডফিল্ডার সিনান গুমুসের গোলে সমতায় ফেরে গালাতাসারাই। ৪০তম মিনিটে গালাতাসারাই আরো একটা গোল করলে ২-১  বিরতিতে যায় রেড ডেভিলরা। 

বিজ্ঞাপন

বিরতি থেকে ফিরে আক্রমণ জোরালো করে ম্যানইউ। ফলও পান খুব দ্রুত।  ম্যাচের ৫৫ ও ৫৯তম মিনিটে দুই গোল করে ইউনাইটেডকে ফের এগিয়ে দেন ওয়েইন রুনি। ম্যাচের ৬২তম মিনিটে স্কোরলাইনে নাম লিখান বেলজিয়াম মিডফিল্ডার ফেলাইনি।

৭৫ মিনিটে স্পেনের হুয়ান মাতা গোল করলে ৫-২ গোলে জয় পায় ইংলিশ জায়ান্টরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |