ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষে নিহত ১

সোমবার, ০১ আগস্ট ২০১৬ , ১০:৪৮ এএম


loading/img

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে খালিদ সাইফুল্লাহ নামে ছাত্র নিহত হয়েছেন। তিনি মার্কেটিং বিভাগের সেভেন সেমিস্টারের শিক্ষার্থী এবং কবি নজরুল হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

বিজ্ঞাপন

শোকাবহ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলনের পর রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আইনুল হক জানান, আগস্টের প্রথম প্রহরে  ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনের সময় ছাত্রলীগ সভাপতি আলিফ গ্রুপের সঙ্গে সহ-সভাপতি রূপম গ্রুপের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় গোলাগুলিতে ৭ জন আহত হন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত সাইফুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।  

বিজ্ঞাপন

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় অনর্দিষ্টিকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।ছাত্রদের বেলা ১১টা ও ছাত্রীদের দুপুর ২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার উপাচার্য মোঃ আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

 

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |