ঢাকা

ডেঙ্গু টেস্টের মূল্য ৫০০ টাকা নির্ধারণ

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২৮ জুলাই ২০১৯ , ০৫:৪১ পিএম


loading/img

রাজধানীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবিলায় ডেঙ্গু টেস্টের মূল্য ৫০০ টাকার বেশি না নিতে নির্দেশ দিয়েছে সরকার।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার (হাসপাতাল) ডা. শাহ আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ডেঙ্গু Ns1 পরীক্ষা সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যার পূর্ব মূল্য ছিল ১ হাজার ২০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্বাস্থ্য ভবনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় রাজধানী ঢাকায় ক্রমবর্ধমান ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবেলার লক্ষ্যে ঢাকাস্থ প্রাইভেট হাসপাতাল/ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার সমূহের পরিচালক/ ব্যবস্থাপনা পরিচালকদের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের ‘ডেঙ্গু রোগ নির্ণয় ও চিকিৎসা’ সংক্রান্ত জরুরি সভায় সিদ্ধান্ত এসব সিদ্ধান্ত হয়।

ডেঙ্গু নির্ণয়ের টেস্টসমূহের মূল্য তালিকা—

ক. NS1- ৫০০/- (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিলো ১২০০ - ২০০০/-

বিজ্ঞাপন

খ. IgM + IgE অথবা IgM/ IgE- ৫০০/- (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিলো ৮০০ - ১৬০০/-

বিজ্ঞাপন

গ. CBC (RBC + WBC + Platelet + Hematocrit)- ৪০০/- (সর্বোচ্চ) যার পূর্বমূল্য ছিলো ১০০০/- পর্যন্ত।

আজ রোববার (২৮ জুলাই) থেকে এ মূল্যতালিকা কার্যকর হবে।

এছাড়া ঢাকাস্থ প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিককে কিছু নির্দেশনা দেওয়া হয়। তা হলো সকল প্রাইভেট হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টার ডেঙ্গু রোগীদের জন্য একটি ‘ওয়ান স্টপ সেন্টার’ চালু করবে। হাসপাতালে শয্যা সংখ্যা বাড়াতে হবে। ডেঙ্গু রোগীর সংখ্যার অনুপাতে ডাক্তার, নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করতে হবে।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত ও মূল্য তালিকা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |