টাঙ্গাইলের ভূঞাপুরে তিন তলার দেয়ালে টাইলস লাগাতে গিয়ে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভূঞাপুর পৌরসভার হিসাব রক্ষক মো. আতিকুল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মজনু সেখ (৩৫)। তিনি পৌর এলাকার বামনহাটা গ্রামের জাবেদ আলী শেখের ছেলে।
বিজ্ঞাপন
ভূঞাপুর থানার এসআই মো. আবু হানিফ আরটিভি অনলাইনকে জানান, উপজেলার শহীদ জিয়া মহিলা কলেজ সংলগ্ন ভূঞাপুর পৌরসভার হিসাবরক্ষক মো. আতিকুল ইসলামের বাসার তিন তলার দেয়ালে টাইলস লাগাচ্ছিল মজনু শেখ। এ সময় ঝুলন্ত মাচা ছিঁড়ে তিনি মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জেবি