ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

একাত্তর-পঁচাত্তরের খুনি ও জঙ্গিরা একই চক্র: তথ্যমন্ত্রী

শুক্রবার, ০৫ আগস্ট ২০১৬ , ০৩:৪৬ পিএম


loading/img

একাত্তার, পঁচাত্তরের খুনি এবং বর্তমানের জঙ্গিরা একই চক্র মন্তব্য করলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বললেন,এরা রাষ্ট্র মানে না, ইসলাম মানে না।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে খুলনায় জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বেতারের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

‘জঙ্গি দমনের নামে রাজনৈতিক দল দমন করা হচ্ছে’ খালেদা জিয়ার এ মন্তব্যের সমালোচনা করেন ইনু।। তিনি বলেন, তাকে (খালেদা জিয়া) প্রমাণ করতে হবে, জঙ্গিদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

বিজ্ঞাপন

হাসানুল হক ইনু বলেন, জঙ্গিরা দেশের ওপর মনগড়া ব্যবস্থা চাপিয়ে দিতে চাইছে। ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। দেশের বিরুদ্ধে অন্যায় যুদ্ধ ঘোষণা করেছে।

তিনি বলেন, দেশের সব গুপ্ত হত্যার সঙ্গে জড়িত সন্দেহের তালিকায় আছেন খালেদা জিয়া। জঙ্গি দমন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন তিনি। বন্দুকযুদ্ধে যারা নিহত হয়েছে তারা বিএনপি বা এর অঙ্গ-সংগঠনের কেউ নয়। তবু তাদের জন্য হা-হুতাশ করেন তিনি। নিহত জঙ্গিরা জেএমবি, আনসার উল্লাহ বাংলা টিম ও হরকাতুল জিহাদসহ বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের কর্মী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |