সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস সনাক্তকরণের জন্য ল্যাব প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। আজ সোমবার ঢাকা থেকে আরটি-পিসিআর মেশিন হাসপাতালে এসেছে। এরপর থেকেই এই হাসপাতালে ল্যাব প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে।
বিজ্ঞাপন
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই করোনাভাইরাস পরীক্ষা করার ল্যাব স্থাপন করা হয়ে যাবে। এরপর থেকেই সিলেটে করোনার পরীক্ষা শুরু করা যাবে।
বিজ্ঞাপন
‘ল্যাব স্থাপনের পর সংশ্লিষ্ট চিকিৎসকদের ট্রেনিং প্রদান করা হবে।’ যোগ করেন তিনি।
এজে