টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুরে ট্রাকচাপায় মা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো চার জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
নিহতরা হলেন সাথী আক্তার (৩৫) ও তার ১০ মাসের ছেলে সাথুয়ান।
শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী ছিল।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, দুপুরে আশেকপুর এলাকায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হয়।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএস