• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo
ব্যাগ ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে ছিনতাইকারীর লাফ, অতঃপর...
সাবেক স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার
গাজীপুরের কালীগঞ্জে সাবেক স্ত্রী শাকিরিন আক্তারকে (২০) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে লাশ গুমের ঘটনায় স্বামী সাইদুর রহমান সানিকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা।  মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিষিয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান। এর আগে সোমবার দিবাগত রাত সোয়া ৮টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দেওভোগ (হাসেমবাগ) মাদরাসা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।  ভিকটিম শাকিরিন আক্তার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা (দক্ষিণপাড়া) গ্রামের হারুন-অর রশিদের মেয়ে। গত ৩-৪ বছর আগে সাইদুর রহমান সানির সঙ্গে শাকিরিন আক্তাররের বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে রয়েছে। পরে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় গত ৭ মাস পূর্বে শাকিরিন আক্তার তার স্বামী সাইদুর রহমান সানিকে তালাক দেয়। গ্রেপ্তার সাইদুর রহমান সানি নরসিংদীর পলাশ উপজেলার ওয়াপদা গেটের পিডিবি এলাকার শাহ আলমের ছেলে। র‌্যাব কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, শাকিরিন ও সানির মধ্যে ডিভোর্স হওয়ার পর গত চার মাস পূর্বে শাকিরিন আক্তারকে তার বাবা হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাসিন্দা হামিদ গুড়ির ছেলে একুয়ান গুড়ির (২৫) সঙ্গে বিয়ে দেয়। গত ২৮ আগস্ট বাবা হারুন-অর রশিদ তার মেয়ে শাকিরিন আক্তারকে নবীগঞ্জের শ্বশুড়বাড়ি থেকে কালীগঞ্জের নিজ বাড়িতে নিয়ে আসে। পরে শাকিরিন আক্তার তার সাবেক স্বামী সাইদুর রহমান সানির সঙ্গে একাধিকবার যোগাযোগ করে। এক পর্যায়ে ২২ সেপ্টেম্বর সকাল ৬টায় সাবেক স্বামী সাইদুর রহমান সানি চাকরি দেওয়ার কথা বলে শাকিরিন আক্তারকে ঢাকায় নিয়ে যায়।  তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় কালীগঞ্জের নারগানা (পালপাড়া) এলাকার নারায়ণ চন্দ্র পালের বাড়ির দক্ষিণ পাশের ধানখেতে অজ্ঞাত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শাকিরিন আক্তারের লাশ শনাক্ত করে তার পরিবার।  পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। র‌্যাব হত্যার রহস্য উদঘাটন এবং আসামিদেরকে গ্রেপ্তার করতে ছায়াতদন্ত এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া ৮টায় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রধান আসামি সাইদুর রহমান সানির অবস্থান নিশ্চিত হয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দেওভোগ (হাসেমবাগ) মাদরাসারোড এলাকায় আভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি র‌্যাবের কাছে হত্যার কথা স্বীকার করেছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, সাইদুর রহমান সানি স্বীকার করে সে তার সাবেক স্ত্রী শাকিরিন আক্তারকে নিয়ে ঘটনার দিন বেড়াতে যায়। বেড়ানো শেষে নার্ভানা এলাকায় খড়ের গাদার পাশে নিয়ে শাকিরিনকে ধর্ষণ শেষে গলায় ওড়নার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর সাইদুর রহমান সানির সঙ্গে বেড়াতে গিয়ে শাকিরিন আক্তার নিখোঁজ হন। ২৫ সেপ্টেম্বর রাতে শাকিরিনের বাবা হারুন-অর রশিদ বাদী হয়ে কালীগঞ্জ থানায় নিখোঁজসংক্রান্ত বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। আরটিভি/এএএ 
নিখোঁজের ৩ মাস পর গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন
মাকে মারধর, ছেলেকে কুপিয়ে হত্যা করে বাবার আত্মসমর্পণ 
নিখোঁজের ২০ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার
ঐতিহ্যবাহী জামাই মেলায় দেড় কোটি টাকার মাছ বিক্রি