• ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
logo

কালীগঞ্জে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, পা হারালেন নলকূপ মিস্ত্রি

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২৫, ২২:১০
কালীগঞ্জে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ
ছবি : আরটিভি

ঝিনাইদহের কালীগঞ্জের পাতবিলার বটতলা নামক স্থানে ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন—কোটচাঁদপুর কলেজ স্টান্ডের শেরেস্তা মন্ডলের ছেলে আলী হোসেন (৬০), একই এলাকার মতিয়ার রহমানের ছেলে জয়নাল হোসেন (৫০) এবং ভদি মন্ডলের ছেলে আজিবার (৫০)। আহতদের মধ্যে আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত আলী হোসেন নলকূপ মিস্ত্রি।

স্থানীয়রা জানান, হয়তো ঘন কুয়াশার জন্য এমন দুর্ঘটনা ঘটেছে। কালীগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রাক ও কোটচাঁদপুর থেকে আসা ব্যাটারি চালিত ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সময় ভ্যানচালকসহ ভ্যানে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নাহিদ হাসান জুয়েল জানান, পা হারানো আলী হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে রেফার্ড করা হয়েছে। আর বাকিদের এ হাসপাতালে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মামুনুর রশিদ বলেন, ঘটনাস্থল থেকে সকাল ৭টার পর খবর পেয়ে আমরা সেখানে ছুটে যাই। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। অতিরিক্ত কুয়াশা এবং কর্দমক্ত ভেজা রাস্তার কারণে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়িকে চাপা দেয় বলে স্থানীয়রা আমাদের জানিয়েছেন।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪ ঘণ্টা অবরুদ্ধ রেখে অধ্যক্ষকে পদত্যাগে বাধ্য করল শিক্ষার্থীরা
কালীগঞ্জে অনিয়মের কারণে কলেজে তালা দিলেন শিক্ষার্থীরা
কালীগঞ্জে পেট্রোল পাম্প থেকে বাস চুরি
কালীগঞ্জে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ