ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

মসজিদ উন্নয়নে সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের চেক বিতরণ 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ০৮:৩৪ পিএম


loading/img
ছবি : আরটিভি

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মুন্সি মোহসানিয়া মসজিদ উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ফাউন্ডেশনটির পক্ষ থেকে আর্থিক সহায়তার জন্য চেক প্রদান করেন সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক শিপলু জামান। 

সে সময় আর্থিক চেক গ্রহণ করেন মুন্সি মোহসানিয়া মসজিদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু ও কোষাধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান। 

বিজ্ঞাপন

আর্থিক চেক গ্রহণ শেষে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু জানান, পূর্বেও সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন মসজিদ উন্নয়নের চেক প্রদান করেছিল। এটি নিঃসন্দেহে মহৎ উদ্যোগ। 

এ ব্যাপারে সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক শিপলু জামান বলেন, যেকোনো উন্নয়নমূলক কাজে সদর উদ্দিন ফাউন্ডেশন সব সময় কাজ করে। আমাদের এ কাজের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |