• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo
শেখ হাসিনার বিরুদ্ধে আরও ২ হত্যা মামলা
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
গাজীপুরে কালিয়াকৈরে ২১ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ওষুধ কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন ঢাকা ও টাঙ্গাইলগামী যাত্রীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা অবরোধ তুলে নেওয়ায় চার ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শনিবার (৩১ আগস্ট) সকাল ৬টা থেকে কালিয়াকৈরের বোর্ডঘর এলাকার স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। বৈষম্যবিরোধী শ্রমিক অধিকার আন্দোলনের ব্যানারে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শ্রমিকরা ২১ দফা দাবিতে কর্মবিরতি পালন করে আন্দোলনে অংশগ্রহণ করেন। শ্রমিকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না। ন্যায্য দাবির কথা তুলে ধরলেই কারখানার কর্মকর্তারা তাদের চাকরিচ্যুত করেন। আন্দোলনে কারখানার শতাধিক শ্রমিককে বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে।  গাজীপুর শিল্পপুলিশের সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ খান সকাল সাড়ে ১০টায় জানান, বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ওই কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন ঢাকা ও টাঙ্গাইলগামী যাত্রীরা। শ্রমিকরা অবরোধ তুলে নেওয়ায় পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।  
পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা
কালিয়াকৈরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরলেন শিক্ষার্থীরা
কালিয়াকৈরে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ২
কালিয়াকৈরে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে শোক পালন 
কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার 
গাজীপুরের কালিয়াকৈরে বিল থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যুবকের আনুমানিক বয়স (৩০)। রোববার (৭ জুলাই) বিকেলে উপজেলার বলিয়াদী এলাকায় এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে উপজেলার বলিয়াদী বৈয়কণ্ঠ বিলে এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই যুবকের ভাসমান মরদেহটি উদ্ধার করে। অজ্ঞাত ওই যুবকের পরনে ছিল সাদা কালো চেক ফুল শার্ট। অজ্ঞাত যুবকের আনুমানিক বয়স (৩০)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম। তিনি বলেন, ‘হয়তো দূর থেকে পানিতে ভেসে মরদেহটি এখানে এসেছে। তবে মরদেহটির এখনও পরিচয় পাওয়া যায়নি।’
পুলিশ সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন 
চার বছর প্রেমের পর গাজীপুরের কালিয়াকৈরে শুভ (১৮) নামে এক পুলিশ সদস্যের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন ফাতেমা (১৭) নামে এক প্রেমিকা। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের রশিদপুরের দরগাচালা এলাকায় আব্দুল বাছেদের বাড়িতে এ ঘটনা ঘটেছে।  প্রেমিকা ফাতেমা উপজেলার বড় কাঞ্চনপুর এলাকার ফজল হোসেনের মেয়ে।  এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত চার বছর আগে শুভর সঙ্গে প্রাইভেট পড়াকালে ফাতেমার পরিচয় হয়। পরে ফেসবুকের মাধ্যমে দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়ের বাবা ফজল হোসেন বিষয়টি জানতে পেরে পারিবারিকভাবে ফাতেমাকে আশুলিয়া থানার কবিরপুর গ্রামের সাইদুর হোসেনের সঙ্গে বিয়ে দেয়। বিয়ের এক বছর পর ফাতেমার ঘরে এক কন্যাসন্তান জন্মগ্রহণ করে। এতেও তাদের প্রেমের সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি। ফাতেমা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি আসলে ওই পুলিশ সদস্য শুভ ফাতেমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যান। পরে দুজনের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন হয়। বিষয়টি স্বামী সাইদুর জানতে পেরে ফাতেমাকে সন্দেহের চোখে রাখেন। গত কয়েক মাস আগে শুভ ও ফাতেমাকে উপজেলার তালতলী এলাকায় আনন্দ পার্কের ভেতরে একটি কক্ষে অনৈতিক কাজে হাতেনাতে ধরে ফেলেন স্বামী। পরে দুই পক্ষ একত্র হয়ে তাদের দুজনের মধ্যে পারিবারিকভাবে বিচ্ছেদ হয়। তবে নয় মাস আগে পুলিশ কনস্টেবল পদে চাকরি পান শুভ। তিনি বর্তমানে শ্রীপুরের পুলিশ লাইনে রয়েছেন। ফাতেমার দাবি, পুলিশ সদস্য শুভ চাকরিতে যাওয়ার আগ মুহূর্তে ফাতেমাকে জানিয়ে দিয়েছেন, পারিবারিকভাবে তোমাকে নেওয়া সম্ভব হবে না। যদি পারো তুমি আমার বাড়িতে উঠে যেও। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ফাতেমা ওই ছেলের বাড়িতে বিয়ের দাবি নিয়ে অনশন করছেন।  এ বিষয়ে প্রেমিকা ফাতেমা বলেন, ‘বিয়ে না হলে আমি এই বাড়িতেই আত্মহত্যা করব। শুভ আমাকে বিয়ে করবে বলে আগের স্বামীকে ডিভোর্স দিয়েছি।’ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আনোয়ার সিকদার। তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। শুনে আমি ছেলের বাড়িতে এসেছি। মেয়ের সঙ্গে কথা বলেছি। সন্ধ্যার মধ্যে এর একটি সমাধান করে দেবো।’ কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘বিষয়টি আমার জানা নাই। তবে কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এভাবে কেউ কারও বাড়িতে উঠতে পারে না।’
কালিয়াকৈরে অফিস সময়ের তোয়াক্কা করেন না সরকারি কর্মকর্তারা
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দিলেও তা মানতে নারাজ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারী। সকাল ৯টার মধ্যে কর্মক্ষেত্রে উপস্থিত হচ্ছেন না অনেকেই। এতে ভোগান্তিতে পড়ছেন সেবাপ্রার্থীরা। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে উপজেলার বিভিন্ন কর্মকর্তার দপ্তর ঘুরে এমন চিত্রই দেখা যায়। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ সকাল ৯টার আগেই অফিসে উপস্থিত ছিলেন। সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাকির মোল্লা ৯টা ৪৫ মিনিটে, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান ১০টা ১০ মিনিটে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোরশেদা ইয়াসমিন ১০টা ৩০ মিনিট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার ১০টা ৫ মিনিট, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা বিপ্লব পাল ১০টা ৩০ মিনিটে অফিসে আসেন। উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জাকির মোল্লা বলেন, ‘বৃষ্টির কারণে একটু দেরি হয়েছে। এ ছাড়া বিভিন্ন পরীক্ষা চলছে। এ কারণে অফিসে আসতে দেরি হয়েছে।’  নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার এক কর্মচারী জানান, কর্মকর্তারা দশটার আগে কেউ অফিসে আসেন না। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ বলেন, সরকারি প্রজ্ঞাপন জারি আছে ৯টার মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থাকতে হবে। অফিস ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। তবে যারা অফিসে সময় মতো আসেনি, খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক 
গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন এলাকায় ইঞ্জিন বিকল হওয়ার সাড়ে চার ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।  বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে বঙ্গবন্ধু সিটি রেল স্টেশনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। পরে রেল কর্তৃপক্ষ ওই বিকল হওয়া ইঞ্জিন সরাতে উদ্ধার কাজ চালায়। এতে চরম ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীরা। সাড়ে চার ঘণ্টা চেষ্টার পর বিকল হওয়া ইঞ্জিন সরিয়ে নেন। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বঙ্গবন্ধু হাইটেক সিটি রেল স্টেশন (বুকিং) মাস্টার আশরাফুল আলম জানান, বিকল হওয়া ইঞ্জিন সরিয়ে নেওয়া হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছে ওই রেলে আশা যাত্রীরা।
চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গেলেন ৩ যাত্রী, নিহত ১
গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মোয়াজ্জেম হোসেন (৫৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলা বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত মোয়াজ্জেম হোসেন সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কোনাবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোয়াজ্জেম হোসেন ভোরে সিরাজগঞ্জ থেকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ আন্তঃনগর ট্রেনের ছাদের ওপরে বসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনের কাছে পৌঁছালে রেললাইনের ওপর দিয়ে টানানো তারে আটকে নুরুন্নবী, মোয়াজ্জেম হোসেন, মাসুদ মিয়া নামে তিন ব্যক্তি চলন্ত ট্রেনের ওপর থেকে ছিটকে পড়ে যান।  পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মোয়াজ্জেম হোসেনকে মৃত ঘোষণা করেন। নূরুন্নবী, মাসুদ নামে দুই যুবক চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ বিষয়ে কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন (বুকিং) মাস্টার আশরাফুল আলম বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।’
শত্রুতা করে পুকুরে বিষ, মরল কোটি টাকার মাছ
গাজীপুরের কালিয়াকৈরে শত্রুতার জেরে একটি মাছের খামারে বিষ প্রয়োগ করে কোটি টাকার মাছ মারার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে। বুধবার (১৯ জুন) সকালে কালিয়াকৈর উপজেলাধীন বোয়ালী ইউনিয়নের মদনখালি এলাকায় নদীয়ার বিল মৎস খামারে সরেজমিনে গিয়ে এ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পুকুরের মালিক নুরুল ইসলাম কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ জানান। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে, মঙ্গলবার (১৮ জুন) বিকেলে উপজেলার বোয়ালী ইউনিয়নের মদনখালী এলাকায় সাবেক ইউপি সদস্য বাদলের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি গ্রুপ ওই পুকুরে হামলা চালিয়ে বিভিন্ন মালামাল ও গুদামঘর ভাঙচুর করে বিষ প্রয়োগের ঘটনা ঘটায়। পুকুরের মালিক নুরুল ইসলামের দেওয়া অভিযোগ ও স্থানীয়দের ভাষ্যে জানা যায়, পূর্বশত্রুতার জেরে উপজেলার বোয়ালী ইউনিয়নের কুন্দাঘাটা, মদনখালী এলাকার সাবেক ইউপি সদস্য বাদল হোসেন তার সহযোগী একই এলাকার কুব্বত আলী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান হোসেনসহ একটি সন্ত্রাসী বাহিনী মঙ্গলবার বিকেলে পুকুরে গিয়ে ঘর ভাঙচুর করে। একপর্যায়ে পুকুরের বিষ প্রয়োগ করে। এ সময় লোকজন জিজ্ঞাসা করলে সন্ত্রাসীরা কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদের নাম ভাঙিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এর কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে পুকুরের মাছ মরে ভেসে উঠতে থাকে। এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন পুকুরের মালিক নুরুল ইসলাম।  জানা যায়, পুকুরে বিনিয়োগ করা টাকার বেশির ভাগই বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নেওয়া। ওই গ্রামের বর্তমান ইউপি মেম্বার শরিফ আল মামুন বলেন, পুকুর নিয়ে পুরাতন একটা জটলা ছিল। বিষয়টি সমাধানের জন্য তারিখ দিয়েছিলাম, কিন্তু অভিযুক্ত বাদল তা প্রত্যাখ্যান করে অমানবিক কাজ করেছে। এদিকে বিষয়টি জানতে পেরে কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ বলেন, কে বা কারা আমার নাম ভাঙিয়ে এ কাজটি করেছে তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলা হয়েছে। এ ব্যাপারে বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন জানান, ওই পুকুরের দুই পক্ষের মধ্যে সমস্যা ছিল। সেটা আমরা সমাধানের ব্যবস্থা করেছিলাম। কিন্তু প্রতিপক্ষ তা না মেনে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে। এটি চরম অন্যায় হয়েছে। এর জন্য তাদের আইনের আওতায় আনা উচিত।