গাজীপুরের কালিয়াকৈরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা বাস টার্মিনাল এলাকায় বিএনপির এ কর্মী সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খান।
হুমায়ুন কবির খান বলেন, ভারতের ‘র’ এজেন্ডার দিয়ে দেশের গার্মেন্টস ও পরিবহন সেক্টরকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগ। অবাধ সুষ্ঠু নির্বচন হবে সেই নির্বাচনের রাস্তা প্রসারিত করার জন্য প্রতিদিন নেতাকর্মীদের সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আখতারুজ্জামান, পৌর বিএনপির সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, গাজীপুর জেলার সহসভাপতি মোখলেছুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ দুলাল, কালিয়াকৈর উপজেলার যুবদলের আহ্বায়ক তপন খানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা।
আরটিভি/এএএ/এআর