• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo
কালিয়াকৈরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
কালিয়াকৈরে বিএনপির কর্মিসভা
গাজীপুরের কালিয়াকৈরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা বাস টার্মিনাল এলাকায় বিএনপির এ কর্মী সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন  কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খান।  হুমায়ুন কবির খান বলেন, ভারতের ‘র’ এজেন্ডার দিয়ে দেশের গার্মেন্টস ও পরিবহন সেক্টরকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগ। অবাধ সুষ্ঠু নির্বচন হবে সেই নির্বাচনের রাস্তা প্রসারিত করার জন্য প্রতিদিন নেতাকর্মীদের সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আখতারুজ্জামান, পৌর বিএনপির সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, গাজীপুর জেলার সহসভাপতি মোখলেছুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ দুলাল, কালিয়াকৈর উপজেলার যুবদলের  আহ্বায়ক তপন খানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা।  আরটিভি/এএএ/এআর
পুলিশ ফাঁড়ির ১০০ গজ দূরে ছুরিকাঘাতে যুবককে হত্যা   
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ, হুমকির মুখে ফসলি জমি
বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
নদীতে ভাসছে অজ্ঞাত যুবকের মরদেহ
গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে এক যুবকের মরদেহ ভাসতে দেখা গেছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকায় তুরাগ নদীতে পাড় ঘেঁষে অজ্ঞাত একটি যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। চার ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে উপস্থিত হতে পারেনি পুলিশ। এ নিয়ে মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। মৌচাক ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়েছে। তারা উদ্ধার করবে। আরটিভি/এফআই
ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার 
গাজীপুরের কালিয়াকৈরে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে আব্দুল রাজ্জাক (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) আসামিকে গাজীপুর জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে, রোববার (২৪ নভেম্বর) রাতে উপজেলার মুন্সিরটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আব্দুল রাজ্জাক উপজেলার মুন্সিরটেক এলাকার ছিবার আলীর ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে বাবা-মাসহ ওই নারী শ্রমিক গাইবান্ধা থেকে কালিয়াকৈরে আসেন। পরে উপজেলার পূর্ব চান্দরা পাশা গেট মুন্সিটেক এলাকায় রাজ্জাকের বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। ওই বাসার অন্য এক ভাড়াটিয়া আরিফুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুজনের মধ্যে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরে ওই নারী শ্রমিকের বাবা-মা গ্রামের বাড়ি চলে যান। স্বামী আরিফুল ও তার স্ত্রী দুজনেই স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন। রোববার রাতে আরিফুল ওই কারখানায় কাজে চলে যান। ওইদিন সন্ধ্যায় ওই নারী শ্রমিকের এক বন্ধু তার বাসায় বেড়াতে আসলে বাড়ির মালিক রাজ্জাক নারী শ্রমিকের দরজায় তালা ঝুলিয়ে দেন। রাজ্জাক ওই ছেলের কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ২ হাজার ৫০০ টাকা আদায় করে তাকে ছেড়ে দেন। এ সুযোগে বাড়ির মালিক ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এর আগেও ওই নারী শ্রমিককে বাড়ির মালিক বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়েছেন।  এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী রাতেই থানায় গিয়ে বাদী হয়ে রাজ্জাকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পেয়ে রোববার রাতেই রাজ্জাকে গ্রেপ্তার করে।  কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী জানান, ধর্ষণের অভিযোগ পেয়ে রোববার রাতে বাড়ির মালিক আব্দুর রাজ্জাক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গাজীপুর জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। আরটিভি/এফআই/এস
৪০ বছরের কবরস্থান ফিরে পেতে ভুক্তভোগীদের মানববন্ধন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।  রোববার (২৪ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে থাকা নিমার্ণাধীন কারখানার সামনে দেড় শতাধিক নারী পুরুষ ও শিশুসহ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।  মানববন্ধন সূত্রে জানা গেছে, বিগত ৪০ বছরের ধরে তাদের পারিবারিক লাশ দাফনের একমাত্র কবরস্থানটি দখল করে নেয় কারখানা কর্তৃপক্ষ। সেখানে নির্মাণাধীন একটি ভবনের কাজ চলছে। এ বিষয়ে মৌচাক সেনাবাহিনী ক্যাম্প, জেলা প্রশাসক ও কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগি পরিবার। এতেও কারখানার কর্তৃপক্ষ কবরস্থানের ওপর নির্মাণাধীন ভবনের কাজ করে যাচ্ছে। নিরুপায় হয়ে আজ সকালে পারিবারিক কবরস্থান রক্ষার দাবিতে এ মানববন্ধন করেন।  মানববন্ধনে বক্তব্য রাখেন, মাসুদ রানা, আম্বিয়া, আশিকুল ইসলাম, সোহনা বেগমসহ প্রমূখ। আবার লাশ দাফনের সুযোগ করে দেওয়াসহ বাবা-মার ও পরিবারের কবরস্থানটি ফিরে পাবে এমনটি আশা ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর। নিউ ফ্যাশন কারখানার জেনারেল ম্যানেজার সৈয়দ আবু জাফর বলেন, আমরা কবরস্থানের কোনো জমি দখল করিনি। পূর্বে এই জমির যারা মালিক ছিলেন তাদের কাছ থেকে আমরা জমি ক্রয় করেছি। এখানে কবরস্থান ছিল কিনা আমরা জানি না।  আরটিভি/এমকে
ভারত ভিসা কবে উন্মুক্ত করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ 
ভারত বাংলাদেশিদের জন্য কবে থেকে ভিসা উন্মুক্ত করে দেবে, তা ভারতের নিজস্ব ব্যাপার বলে মন্তব্য করেছেন ভূমি এবং বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ। তিনি বলেন, ভারত বাংলাদেশিদের জন্য কবে থেকে ভিসা উন্মুক্ত করবে সেটা নিয়ে সরকারের কোনো বক্তব্য দেওয়ার কিছু নেই।   শুক্রবার (২২ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি। হাসান আরিফ বলেন, দেশের পর্যটন বিকাশে তার মন্ত্রণালয় বিশদ পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে সাংবাদিকদের জানানো হবে। এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানের দানকৃত জমিতে গড়ে তোলা হবে হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান। সমাজে অবস্থার কারণে বিভিন্নভাবে রোহিঙ্গাদের দেশ থেকে বিতাড়িত করেছে। ওয়ামী তাদের জন্য কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। তবে শিক্ষার পাশাপাশি যুব সমাজকে এগিয়ে নিতে ওয়ামি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। অন্যতম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি উপস্থিত সৌদি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানান।  এ সময় আরও বক্তব্য রাখেন, সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান,ওয়ামী সচিবালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আব্দুল হামিদ ইউসুফ আল মাজরু, ওয়ামী কার্যালয়ের বৈদেশিক অফিস ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিরেক্টর সাআ’দ আব্দুল্লাহ বিন জাবর ও ত্রাণ বিভাগের কর্মকর্তা আব্দুল মালেক আল আমের প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, জেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ, উপজেলা সহকারী ভূমি কমিশনার দিল আফরোজ। এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের পর ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ ও সৌদি আরবের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নবনির্মিত ওয়ামি কমপ্লেক্স ভবনে রয়েছে দ্বিতল বিশিষ্ট সুপরিসর মসজিদ, ১০০ জন এতিম শিশুর জন্য উন্নত মানসম্পন্ন আবাসন ব্যবস্থা, ১টি ক্যাডেট মাদ্রাসা, ১টি নুরানী ও হিফজ মাদরাসা, ১টি লাইব্রেরি হল, ১টি হলরুম ও কনফারেন্স রুম, তরুণ শিক্ষার্থীদের ডিজিটাল লার্নিং জন্য একটি আইটি প্রশিক্ষণ সেন্টার ও ডাইনিং হল। এ ছাড়াও কমপ্লেক্স এর অবশিষ্ট পরিকল্পনার মধ্যে একটি হাসপাতাল, স্কুল, ভোকেশনাল সেন্টার, প্রশিক্ষণার্থীদের জন্য ডরমিটরি ও প্লে গ্রাউন্ড নির্মাণের বিষয় তিনি উল্লেখ করেন। আরটিভি/এমকে/এস
৯৯৯ নম্বরে ফোন কলে ৪৮ কেজি গাজা উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর থানাধীন বোয়ালিয়া ইউনিয়নের সোনাতলা বাজার থেকে এক ব্যক্তি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ ফোন করে জানান, সেখানে একটি মাছবাহী মিনিট্রাকে করে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এই তথ্য পাওয়ার পর কালিয়াকৈর থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সোনাতলা বাজারের উত্তর পাশে রাস্তার ওপর দাঁড়ানো অবস্থায় একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে পুলিশ ৩ কার্টন থেকে মোট ৪৮ কেজি গাজা উদ্ধার করে। এ সময় মানিক ও রবিন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। কালিয়াকৈর থানায় এ বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে। আরটিভি/ডিসিএনই/এসএ  
আ.লীগের দোসরদের দেশ থেকে বিতাড়িত করতে হবে: ব্যারিস্টার ইশরাক
আওয়ামী লীগের দোসরদের দেশ থেকে বিতাড়িত করতে হবে বলে মন্তব্য করেছেন গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈরের বেনুপুর বজলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৭ বছর মানুষের ভোটের অধিকার হরণ করেছে। পুলিশ, র‌্যার, ডিবি দিয়ে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। সেই আওয়ামী লীগের দোসরা এখনো রয়ে গেছে। তাদেরকে চিহ্নিত করে হাসিনার মতো দেশ থেকে বিতাড়িত করতে হবে। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের জন্য রুহের মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, অভ্যুত্থানে আহতদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল এবং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল মন্ডল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মেহেরুল ইসলাম মুরাদ বকশী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বকশিসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরটিভি/এমকে/এআর