• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ, হুমকির মুখে ফসলি জমি
গাজীপুরের কালিয়াকৈর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তিন ফসলি জমিতে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। ইটভাটাগুলোতে কয়লার পরিবর্তে জ্বালানি হিসাবে পোড়ানো হচ্ছে শত শত মণ কাঠ। এতে পরিবেশ বিপন্ন হচ্ছে এবং শত শত হেক্টর কৃষি জমি হুমকির মুখে পড়েছে। অসাধু ব্যবসায়ীদের যোগসাজশে রাতের আঁধারে কৃষি জমির মাটি নিয়ে যাচ্ছে ওইসব ইট ভাটায়। ফলে কৃষি জমির পরিমাণ কমছে, তেমনি দূষণের শিকার হচ্ছে পরিবেশ। শুক্রবার (২৯ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে এমনি চিত্র দেখা যায়।  এলাকাবাসী, উপজেলা প্রশাসন ও ইটভাটা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার তিন ফসলি জমি গিলে খাচ্ছে ইটভাটাগুলো।  উপজেলায় প্রায় ৩০টি ইটভাটা গড়ে উঠেছে এসব তিন ফসলি জমিতে। ইটভাটাগুলোর বেশির ভাগেরই লাইসেন্স নেই। লাইসেন্স থাকলেও করা হয়নি নবায়ন। তারা আইনকানুনের তোয়াক্কা না করে অবাধে কাঠ পোড়াচ্ছে। কৃষকের অভাবের সুযোগ নিয়ে মাটি কিনে নিচ্ছে ওইসব ভাটার মালিকরা। এতে উর্বরতা হারাচ্ছে কৃষিজমি। এদিকে ইটভাটার আশপাশে রয়েছে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান। যার ফলে প্রতিনিয়তই অসুস্থ হয়ে পড়ছে শিশু ও শিক্ষার্থীসহ নানা বয়সের মানুষ।  মাওনা-ধামরাই আঞ্চলিক সড়কের পাশেই মহরাবহ এলাকায় অনুমোদনহীন মেসার্স লামিয়া মোল্লা ব্রিকস ইটভাটায় গিয়ে দেখা যায়, ইটভাটাতে প্রকাশ্যেই কাঠ পোড়ানো হচ্ছে। মেসার্স এমজিবি ব্রিকসেও পোড়ানো হচ্ছে কাঠ। ইটভাটা দুটি গাজীপুর সদর কোনাবাড়ী এলাকায় অবস্থিত ছিল। সেখানে উচ্ছেদ অভিযানে ভেঙে দিলে পরে উপজেলায় এসে তিন ফসলি জমিতে পুনরায় গড়ে তোলা হয়েছে এ দুটি ইটভাটা। এদিকে মেসার্স টিএসবি ব্রিকসেরও একই অবস্থা। মেসার্স এস এম ন্যাশনাল ব্রিকস, মেসার্স একতা ব্রিকস, মেসার্স সততা ব্রিকস-১, মেসার্স এসবিসি ব্রিকস, মেসার্স বড়ইবাড়ী ন্যাশনাল ব্রিকস, মেসার্স সততা ব্রিকস-২, মেসার্স এসএমবি ব্রিকস-১ ও ২, মেসার্স কেবিএম ব্রিকস, মেসার্স পাঁচ তারা এন্টারপ্রাইজ ব্রিকস, মেসার্স এসকিউবি ব্রিকস, মেসার্স বিএসএম ব্রিকস, মেসার্স জাফর আলী অটো ব্রিকসসহ উপজেলায় তিন ফসলি জমিতে গড়ে উঠেছে অসংখ্য অনুমোদনহীন ইটভাটা। এসব ইটভাটায় প্রকাশ্যে পোড়ানো হচ্ছে কাঠ। এসব ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়ার কারণে নষ্ট হচ্ছে ফসলি জমিসহ আশপাশের পরিবেশ। স্থানীয়রা শ্বাসকষ্ট ছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তাদের অভিযোগ, এসব অবৈধ ইটভাটা জেলা পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যোগসাজশে চলছে। আবার অনুমোদন ছাড়াই বছরের পর বছর ইট পুড়িয়ে যাচ্ছেন অবৈধ ইটভাটার মালিকরা। এতে একদিকে কৃষিজমির পরিমাণ কমছে, অন্যদিকে দূষণের শিকার হচ্ছে পরিবেশ। বেশির ভাগ ইটভাটায় ১২০ ফুট উচ্চতার চিমনির বদলে ব্যবহৃত হচ্ছে স্বল্প উচ্চতার চিমনি যা আইনগতভাবে নিষিদ্ধ। ইটভাটার ধুলা ও কালো ধোঁয়ায় আশপাশের বাড়িঘর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। চর্মরোগ, শ্বাস কষ্টসহ নানা অসুখে ভুগছে মানুষ। কালিয়াকৈর ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম আরজু জানান, কোনো কৃষি জমির মাটি ভাটায় নেওয়া হয় না। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী ভাটা চলে। কেউ যদি কাঠ পুড়িয়ে থাকে তার দায়ভার মালিক সমিতি নিবে না।  কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ জানান, অবৈধ ইটভাটার তালিকা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। খুব দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। কৃষি জমির মাটি কেটে নিচ্ছে বিষয়টি আমার জানা নেই। খোজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আরেফিন বাদল বলেন, যেসব ভাটা সরকারিভাবে অনুমোদিত ওইসব ভাটায়, কিন্তু কাঠ পোড়ানোর সুযোগ নেই। যারা কাঠ পোড়াচ্ছে নিশ্চয়ই তারা অবৈধভাবে কোনো উপায় অবলম্বন করছে। এ ধরনের ইটভাটার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আরটিভি/এএএ   
বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
নদীতে ভাসছে অজ্ঞাত যুবকের মরদেহ
ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার 
৪০ বছরের কবরস্থান ফিরে পেতে ভুক্তভোগীদের মানববন্ধন
ভারত ভিসা কবে উন্মুক্ত করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ 
ভারত বাংলাদেশিদের জন্য কবে থেকে ভিসা উন্মুক্ত করে দেবে, তা ভারতের নিজস্ব ব্যাপার বলে মন্তব্য করেছেন ভূমি এবং বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ। তিনি বলেন, ভারত বাংলাদেশিদের জন্য কবে থেকে ভিসা উন্মুক্ত করবে সেটা নিয়ে সরকারের কোনো বক্তব্য দেওয়ার কিছু নেই।   শুক্রবার (২২ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি। হাসান আরিফ বলেন, দেশের পর্যটন বিকাশে তার মন্ত্রণালয় বিশদ পরিকল্পনা নিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে সাংবাদিকদের জানানো হবে। এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানের দানকৃত জমিতে গড়ে তোলা হবে হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান। সমাজে অবস্থার কারণে বিভিন্নভাবে রোহিঙ্গাদের দেশ থেকে বিতাড়িত করেছে। ওয়ামী তাদের জন্য কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, শিক্ষা ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। তবে শিক্ষার পাশাপাশি যুব সমাজকে এগিয়ে নিতে ওয়ামি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। অন্যতম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি উপস্থিত সৌদি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানান।  এ সময় আরও বক্তব্য রাখেন, সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান,ওয়ামী সচিবালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আব্দুল হামিদ ইউসুফ আল মাজরু, ওয়ামী কার্যালয়ের বৈদেশিক অফিস ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিরেক্টর সাআ’দ আব্দুল্লাহ বিন জাবর ও ত্রাণ বিভাগের কর্মকর্তা আব্দুল মালেক আল আমের প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, জেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ, উপজেলা সহকারী ভূমি কমিশনার দিল আফরোজ। এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের পর ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ ও সৌদি আরবের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। নবনির্মিত ওয়ামি কমপ্লেক্স ভবনে রয়েছে দ্বিতল বিশিষ্ট সুপরিসর মসজিদ, ১০০ জন এতিম শিশুর জন্য উন্নত মানসম্পন্ন আবাসন ব্যবস্থা, ১টি ক্যাডেট মাদ্রাসা, ১টি নুরানী ও হিফজ মাদরাসা, ১টি লাইব্রেরি হল, ১টি হলরুম ও কনফারেন্স রুম, তরুণ শিক্ষার্থীদের ডিজিটাল লার্নিং জন্য একটি আইটি প্রশিক্ষণ সেন্টার ও ডাইনিং হল। এ ছাড়াও কমপ্লেক্স এর অবশিষ্ট পরিকল্পনার মধ্যে একটি হাসপাতাল, স্কুল, ভোকেশনাল সেন্টার, প্রশিক্ষণার্থীদের জন্য ডরমিটরি ও প্লে গ্রাউন্ড নির্মাণের বিষয় তিনি উল্লেখ করেন। আরটিভি/এমকে/এস
৯৯৯ নম্বরে ফোন কলে ৪৮ কেজি গাজা উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর থানাধীন বোয়ালিয়া ইউনিয়নের সোনাতলা বাজার থেকে এক ব্যক্তি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ ফোন করে জানান, সেখানে একটি মাছবাহী মিনিট্রাকে করে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এই তথ্য পাওয়ার পর কালিয়াকৈর থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সোনাতলা বাজারের উত্তর পাশে রাস্তার ওপর দাঁড়ানো অবস্থায় একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে পুলিশ ৩ কার্টন থেকে মোট ৪৮ কেজি গাজা উদ্ধার করে। এ সময় মানিক ও রবিন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। কালিয়াকৈর থানায় এ বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে। আরটিভি/ডিসিএনই/এসএ  
আ.লীগের দোসরদের দেশ থেকে বিতাড়িত করতে হবে: ব্যারিস্টার ইশরাক
আওয়ামী লীগের দোসরদের দেশ থেকে বিতাড়িত করতে হবে বলে মন্তব্য করেছেন গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈরের বেনুপুর বজলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৭ বছর মানুষের ভোটের অধিকার হরণ করেছে। পুলিশ, র‌্যার, ডিবি দিয়ে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। সেই আওয়ামী লীগের দোসরা এখনো রয়ে গেছে। তাদেরকে চিহ্নিত করে হাসিনার মতো দেশ থেকে বিতাড়িত করতে হবে। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের জন্য রুহের মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, অভ্যুত্থানে আহতদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল এবং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল মন্ডল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মেহেরুল ইসলাম মুরাদ বকশী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বকশিসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরটিভি/এমকে/এআর
পুকুরে ভাসছিল নারী ও শিশুর মর‌দেহ
গাজীপুরের কালিয়াকৈরে একটি পুকুর থেকে নারী ও এক ছেলেশিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্প‌তিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার মৌচাক তেলির চালা এলাকার একটি পুকুর থেকে মর‌দেহ দুটি উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার হওয়া নারীর আনুমানিক বয়স ২৮ বছর, তার পরনে ছিল নীল রঙের থ্রিপিস। আর বছর আড়াইয়ের শিশুটির পরনে ছিল হলুদ রঙের টি শার্ট। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকা‌লে স্থানীয়রা পু‌কু‌রে মর‌দেহ দেখ‌তে পায়। এলাকাবাসী পু‌লি‌শে খবর দি‌লে দুপু‌রে মর‌দেহ উদ্ধার ক‌রে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠায়। এলাকাবাসীর ধারণা মর‌দেহ দু‌টি মা ও ছে‌লের হ‌তে পা‌রে।  মৌচাক ফাঁড়ির ইনচার্জ প‌রিদর্শক ম‌হিদুল ইসলাম জানান, খবর পে‌য়ে মর‌দেহ উদ্ধার ক‌রে ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ময়নাতদন্ত শে‌য়ে মর‌দে‌হের প‌রিচয় ও হত‌্যা বা আত্মহত্যার বিষয় নি‌শ্চিত করা যা‌বে। আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।  আরটিভি/এএএ 
কালিয়াকৈরে বাসচাপায় ব্যবসায়ী নিহত 
গাজীপুরের কালিয়াকৈরে বাসচাপায় শহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ৮টার সময় উপজেলার সূত্রাপুর জিএমএক্স কারখানার সামনে এ ঘটনা ঘটেছে। নিহত শহিদুল জামালপুর জেলার মাদারগঞ্জ থানার গোপালপুর গ্রামের জাফর হোসেনের ছেলে। তিনি উপজেলার সূত্রাপুর এলাকার আনসার আলীর বাসার ভাড়াটিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম পরিবার নিয়ে আট মাস আগে কালিয়াকৈর উপজেলায় আসে। পরে উপজেলার সূত্রাপুর এলাকায় আনসার আলীর বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। তিনি বাসার পাশেই পুরাতন (ভাঙ্গারি) টিন, লোহাসহ বিভিন্ন প্রকার জিনিসপত্রের ব্যবসা করতেন। ছোট মেয়ে মৌসুমি স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসায় লেখাপড়া করে। প্রতিদিনের মতো মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালের দিকে মেয়েকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপার করে দিয়ে ফিরে আসার সময় কালিয়াকৈর থেকে ছেড়ে আসা কেপি পরিবহন বাসটি জিএমএক্স কারখানার সামনে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম মারা যান। তবে পরিবারের লোকজন লাশটি দেশের বাড়ি নেওয়ার প্রস্তুতি চালাচ্ছে। সুত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোলাইমান মিন্টু জানান, সড়ক দুর্ঘটনায় একজন ভাড়াটিয়া মারা গেছে শুনেছি। লাশটি কোথায় আছে আমার জানা নেই। নাওজোড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ওই ঘটনাস্থলে আমার পুলিশ সদস্যদের পাঠিয়েছি। আরটিভি/এফআই-টি
৪০০ মোটরসাইকেল নিয়ে গণঅধিকার পরিষদের শোভাযাত্রা
নিবন্ধন পাওয়ায় গাজীপুরের কালিয়াকৈরে ৪০০ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছে গণঅধিকার পরিষদ।  রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাইপাস এলাকা থেকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এ শোভাযাত্রাটি বের করেন। শোভাযাত্রাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর, কোনাবাড়িসহ বিভিন্ন মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় যাত্রাবিন্দুতে এসে মিলিত হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।  উপজেলা গণআধিকার পরিষদের আহ্বায়ক সাইদুর রহমান বিপ্লবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও গাজীপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক পাঠান আজাহার।  তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ভারতে ইলিশ মাছ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। অথচ এ দেশের অনেক গরীব মানুষ টাকার অভাবে ইলিশ মাছ খেতে পারে না। এমনটা হওয়ার কথা ছিল না। এ অবস্থা শেখ হাসিনার আমলে ছিল। এই সরকারের আমলে এটা প্রত্যাশা করিনি। পাঠান আজাহার আরও বলেন, যারা ঢাকা ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এ সময় গণঅধিকার পরিষদের গাজীপুর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।  আরটিভি/আইএম/এসএ