• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo
সাবেক প্রতিমন্ত্রী রিমিসহ ৯২ জনের বিরুদ্ধে মামলা 
গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন আহমেদকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।  রোববার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার (১৭ আগস্ট) দুপুরে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। জামাল উদ্দিন উপজেলার তরগাঁও গ্রামের মৃত সফিউদ্দিন আহমেদ ওরফে সাবু চেয়ারম্যানের ছেলে।  জানা যায়, এক সন্তানের জননী উপজেলার তরগাঁও গ্রামের ওই গৃহবধূ জামালের প্রতিবেশী এবং সম্পর্কে তার ভাতিজার স্ত্রী। গৃহবধূর স্বামী ব্যবসায়ী। তার স্বামী বাড়ি থেকে বের হলে জামাল উদ্দিন প্রায়ই বিভিন্ন অযুহাতে গৃহবধূর বাড়িতে প্রবেশ করে তাকে কুপ্রস্তাব দিতেন। এ সময় জামাল অশালীন অঙ্গভঙ্গিও করত। একাধিকবার তাকে সতর্ক করা হলেও সে শনিবার দুপুরে গৃহবধূর বাড়িতে প্রবেশ করে তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে জামালকে আটক করে পুলিশে সোপর্দ করে। কাপাসিয়া থানার ওসি জানান, এ বিষয়ে ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
কাপাসিয়ায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
রাজেন্দ্রপুরে বাস-পিকআপ সংঘর্ষ, আহত ৩
শীতলক্ষ্যার ভাঙনে হুমকিতে অর্ধশত পরিবার
কাশিমপুর কারাগারে বন্দি নারী হাজতির মৃত্যু
সোনার বাংলা গড়তে নৌকায় ভোট দিন : সোহেল তাজ 
জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে এখনও অনেক কাজ বাকি। কাজগুলো সম্পন্ন করতে আগামী ৭ তারিখে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পুত্র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ (সোহেল তাজ)। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে গাজীপুর ৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী বড় বোন সিমিন হোসেন রিমির নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। সোহেল তাজ বলেন, দুর্নীতি, অনিয়ম পিছনে ফেলে আমাদের নতুন প্রজন্মের জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে। যে জাতি নিজের অর্থ দিয়ে একটি দেশ স্বাধীন করতে পারে, সেই জাতি বীরের জাতি। আমাদের সামনে আরও কাজ রয়ে গেছে। কাজগুলো সম্পন্ন করতে আগামী ৭ তারিখে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আমি সেই ভোট চাইতে এসেছি। তাজউদ্দীন আহমদের পুত্র বলেন, আমার বোন সিমিন হোসেন রিমি তার মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে, সে ভালো কাজ করেছে।  আমাদের ভিতরে অনেকে বিবেদ সৃষ্টি করতে চায়। মনে রাখবেন, নৌকা আমাদের প্রাণের মার্কা। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিমিকে নৌকা প্রতীক দিয়েছেন। রিমিকে নৌকা ভোট দিয়ে কাজ করার সুযোগ দেবেন।    তিনি বলেন, আমাদের সোনার বাংলার একটা স্বপ্ন ছিল। স্বপ্ন ছিল একটা মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে না। একটি মানুষও না খেয়ে মারা যাবে না। এমন একটি সোনার সুন্দর দেশ, যে দেশে সবার শিক্ষার অধিকার থাকবে। যে দেশে মানুষ সুন্দর-শান্তিতে বসবাস করতে পারবে। যে দেশে কোনো অনিয়ম থাকবে না, কোনো দুর্ণীতি থাকবে না। ন্যায়বিচার থাকবে, মানুষের সমান অধিকার থাকবে। ভোটারদের উদ্দেশে সোহেল তাজ বলেন, এখানে একটা কমন জিনিস হলো সবকিছুর মূলে আছে তাজউদ্দীন আহমদ। আপনারা নৌকায় ভোট দিয়েছিলেন তাজউদ্দীন আহমদকে। ভালোবাসার প্রতিফলন ঘটিয়েছিলেন বারবার নৌকায় ভোট দিয়ে। আজ বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের মূল্যবান ভোটের কারণে সেদিন ইতিহাস সৃষ্টি করতে পেরেছিলাম।  গাজীপুর- ৪ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী এবং দলের সভাপতিমণ্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি কাপাসিয়ার উন্নয়নের কথা তুলে ধরে বলেন, কাপাসিয়া তাজউদ্দীন আহমদের পূণ্য ভূমি। আমাদের স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক নৌকা। আমাকে নৌকায় ভোট দিয়ে আপনাদের পাশে রেখে কাজ করার সুযোগ দেবেন।  তিনি বলেন, ‘কাপাসিয়াকে মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। যেখানে মানুষের তথ্যের জন্য ডাটাবেজ তৈরি করা হবে। যে যে ধরনের কাজে দ্ক্ষ, তাকে সে ধরনের কাজে যুক্ত করা হবে।  স্থানীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোটেক মাজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রিমির বোন মাহজাবিন আহমদ মিমি, উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ও আজগর রশিদ খান, মিজানুর রহমান প্রধান বক্তব্য রাখেন।