গাজীপুরের কালিয়াকৈর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুপাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে মহাসড়কের চন্দ্রা, সফিপুর, মৌচাক এ অভিযান শুরু করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, সফিপুর, মৌচাক এলাকায় সড়কের দুপাশে প্রায় পাঁচ শতাধিক অবৈধ দোকানপাট গড়ে তুলে। তবে প্রভাবশালী একটি চাঁদাবাজ চক্র ফুটপাট ও মহাসড়কের কিছু অংশ দখল করে ভাড়া দিয়ে চাঁদা আদায় করতো। বিষয়টি প্রশাসনের নজরে এলে দুপুরে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করা হয়। উচ্ছেদে অভিযানের নেতৃত্ব দেয় হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন বলেন, জনগণ যেন সাধারণভাবে চলাচল করতে পারে সেজন্য এ অভিযান। মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা এবং যানবাহন উচ্ছেদে আমরা হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশসহ যৌথভাবে অভিযান শুরু করেছি। এর আগে অবৈধ দোকানদার অবৈধ যারা যানবাহন চালায় তাদেরকে আমরা সতর্ক করেছিলাম। মাইকিং করেছি তারা যেন এক কাজ না করে। সড়ক পরিবহন আইন অনুযায়ী এটা অপরাধ। তারপরও তারা শোনেন নাই, তাই আজকে আমরা যৌথভাবে এ অভিযান শুরু করেছি। এ অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এমকে/এআর