গাজীপুরের শ্রীপুরে একটি ম্যাট্রেস কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড (মাওনা চৌরাস্তা) এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় ম্যাট্রেস কারখানার গুদামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
শ্রীপুরে মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহামুদুল হাসান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ করে কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে গুদামে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়। আগুন মুহূর্তেই পুরো গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
কারখানা মালিক পারভেজ বলেন, তিনি পাঁচতলা ভবনের নিচতলা ভাড়া নিয়ে ম্যাট্রেস তৈরির কারখানা পরিচালনা করে আসছেন। আগুনে তার সহায় সম্বল শেষ হয়ে গেছে। আবার ঘুরে দাঁড়াতে পারব কি না জানি না।
আরটিভি/এএএ