শরীয়তপুরে নড়িয়া উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারটি বাল্কহেডসহ ১৭ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৩ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্কহেডের মালিক চার প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ। এ সময় বাল্কহেডের মালিক আল আরাফ, আল কাফ, মোতালেব, এম বি জামানকে পাঁচ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে জব্দ করা বাল্কহেডগুলো অকশনে বিক্রি করে জরিমানার টাকা আদায় করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গতকাল মঙ্গলবার দিনগত রাত ১০টা থেকে আজ বুধবার ভোর ৬টা পর্যন্ত পদ্মা নদীতে থানা ও নৌপুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ বলেন, পদ্মা নদী থেকে অবৈধভাবে কেউ যাতে বালু উত্তোলন করতে না পারে সেই লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে।
আরটিভি/এএএ