ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

পদ্মায় বাল্কহেডডুবি, দুদিন পর ২ শ্রমিকের মরদেহ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ০৮:১২ পিএম


loading/img
ছবি: আরটিভি

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া বাল্কহেড থেকে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে বেসরকারি ডুবুরি দল দুর্ঘটনার ৪০ ঘণ্টা পর মরদেহ দুটি উদ্ধার করে।

পিরোজপুরের অনুসন্ধান অক্সিজেন বোর্ড নামের একটি বেসরকারি ডুবুরি দলের সদস্যরা প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় ১৩০ ফুট পানির নিচে তলিয়ে থাকা বাল্কহেডের ক্যাবিন থেকে শ্রমিক আল-আমীন ও আরিফের মরদেহ তুলে আনেন।

বিজ্ঞাপন

এর আগে, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল সরকারি উদ্যোগে দুই দিন ধরে ১৮ ঘণ্টা উদ্ধার অভিযান চালালেও লাশের সন্ধান পায়নি। পরে নিখোঁজ শ্রমিকদের স্বজন ও সহকর্মীরা নিজেদের খরচে বেসরকারি ডুবুরি দল নিয়ে এসে অভিযান চালান। উদ্ধারের পর নৌপুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং উপজেলা প্রশাসন মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হবে।

আরটিভি/এএএ-টি

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |