ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

পরীক্ষার হলে দুই ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষকের কারাদণ্ড

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ০৫:০৬ এএম


loading/img
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় এসএসসি পরীক্ষার হলে দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বিজ্ঞাপন

সোমবার (২১ এপ্রিল) উপজেলার ডগ্রী ইসমাইল হোসেন স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নড়িয়ায় এসএসসি পরীক্ষার কেন্দ্রে দুই ছাত্রীকে যৌন হয়রানি করা হয়েছে বলে ভুক্তভোগী ও তাদের পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জুলহাস উদ্দিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমিনুল ইসলাম বুলবুল বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে জুলহাস উদ্দিন নামে এক শিক্ষক ছাত্রীকে যৌন হয়রানি (ইভটিজিং) করেছেন, এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। ভ্রাম্যমাণ আদালতে দণ্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ধারায় জুলহাস উদ্দিন নামে ওই শিক্ষককে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |