• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo
শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
শরীয়তপুরে ঋণের দায়ে গরু ব্যবসায়ীর আত্মহত্যা
শরীয়তপুরের নড়িয়ায় গলায় ফাঁস দিয়ে মো. জাহিদ মোল্যা (৩৫) নামে এক গরু ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে নড়িয়া থানা পুলিশ।  এর আগে, সকালে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কাঠকুলি গ্রামে থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জাহিদ মোল্যা ঝিনাইদহ জেলার দুর্গাপুর উপজেলার মৃত মোস্তফা মোল্যার ছেলে। জানা গেছে, জাহিদ মোল্যা শ্বশুরবাড়িতে থেকে কসাইয়ের কাজের পাশাপাশি গরুর ব্যবসাও করতেন। ব্যবসার জন্য বিভিন্ন সংস্থা থেকে টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের টাকার জন্য মানসিক বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। জাহিদ মোল্যা প্রেম করে বিয়ে করে ৮ বছর যাবৎ এখানে থেকে গরুর ব্যবসা করে আসছিলেন। পরিবারের দাবি, ঋণগ্রস্ত হয়ে মানসিক হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আরটিভি/এমকে-টি 
বিএনপির নির্বাহী কমিটির সদস্য জামাল শরীফ হিরু আর নেই
মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় মুসল্লির মৃত্যু
শরীয়তপুরে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ-ভাঙচুর
সাঁকো পারাপার নিয়ে দ্বন্দ্ব, কৃষককে হত্যায় গ্রেপ্তার ২
সাঁকো তৈরি নিয়ে ঝগড়া, কৃষককে কুপিয়ে হত্যা
শরীয়তপুরের নড়িয়ায় সাঁকো তৈরি নিয়ে দ্বন্দ্বের জেরে কামাল বেপারী (৪৫) নামে একজন কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  শুক্রবার (১৮ অক্টোবর) উপজেলার রাজনগর ইউনিয়নের কাজিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা। কামাল বেপারী উপজেলার কাজিকান্দি এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে। স্থানীয়রা জানান, উপজেলার কাজিকান্দি এলাকার আলী হোসেন সরদারের সঙ্গে একই এলাকার কামাল বেপারীর আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছে। শুক্রবার সকালে স্থানীয় একটি সাঁকো তৈরি নিয়ে কামাল বেপারীর স্ত্রী মাসুদা বেগমের সঙ্গে প্রতিপক্ষ আলী হোসেনের চাচাতো ভাই আয়নাল সরদারের স্ত্রী শিরিন বেগমের বিতণ্ডা হয়। এ বিষয় নিয়ে আলী হোসেন, আয়নাল সরদাররা ক্ষিপ্ত হয়। পরে দুপুরে স্থানীয় আন্ধারমানিক বাজার থেকে বাড়িতে ফেরার সময় আলী হোসেন, আয়নাল সরদারসহ ১০ থেকে ১২ জন মিলে কামাল বেপারীকে কাজিকান্দি এলাকার ইদ্রিস সরদারের বাড়ির ভেতরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে ফেলে রেখে পালিয়ে যায়।  পরে স্থানীয়রা উদ্ধার করে এলাকার বেসরকারি হাসপাতাল দেওয়ান মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামাল বেপারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে বিকেলে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। এ বিষয়ে নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারধরের শিকার হয়ে এক ব্যক্তি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।’ আরটিভি/এমকে/এসএ
শরীয়তপুরে কৃষকদল নেতার গাড়িবহরে হামলা, আহত ৬
পূজামণ্ডপ পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে শরীয়তপুরের নড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কর্নেল (অব.) এস এম ফয়সালের গাড়িবহরের ওপর বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় ৬ জন আহত হয়েছে। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কর্নেল (অব.) এস এম ফয়সাল গাড়ি বহর নিয়ে নড়িয়া ও সখিপুর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বের হন। রাত ১০টায় নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকার পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাত ১২টার দিকে উপজেলা সদরের মাজেদা শওকত আলী হাসপাতাল এলাকা অতিক্রম করার সময় অন্ধকারে মুখোশধারী শতাধিক লোকজন মোটরসাইকেল নিয়ে এসে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ককটেল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ শুরু করে। এতে ৬ জন আহত হয়। পরে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কর্নেল (অব.) এসএম ফয়সাল বলেন, ‘দুবৃর্ত্তরা আমাদের গাড়ি বহরে হামলা করেছে। আমি বিষয়টি নড়িয়া থানার ওসিকে জানিয়েছি। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’ নড়িয়া থানার ওসি মোহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। সেখান থেকে একটি ককটেল উদ্ধার করি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ আরটিভি/এমকে
শরীয়তপুরে যুবকের আত্মহত্যা
শরীয়তপুরের ভেদরগঞ্জে রাশেল সরদার (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল গ্রাম এলাকায় তার বাড়িতে এ ঘটনা ঘটে। সত্যতা নিশ্চিত করেছেন ভেদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সিরাজ উদ দৌলা।  তিনি বলেন, পাপরাইল এলাকার মো. সাজাহান সরদারের ছেলে রাসেল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার সকালে ঘরের আড়ার সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস নেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মণ্ডল বলেন, মরদেহ উদ্ধারের পরে তার পরিবার ময়নাতদন্ত করতে না চাওয়ায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আরটিভি/এমকে
মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিশ হাজার টাকা দিতে অস্বীকার করায় মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে হানিফ মোল্লা (৭২) নামে এক বাবার মৃত্যু হয়েছে।  শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাজির হাটের ডুবিসায়বর বন্দরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গোলাপি বেগম (৬০) ও পারুল আক্তার (২৫) নামের দুজন আহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার কাজির হাটেরডুবিসায়বর এলাকার বাসিন্দা মানসিক ভারসাম্যহীন ফারুক বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাবা হানিফা মোল্লা ও মা গোলাপি বেগমের কাছে থেকে ২০ হাজার টাকা দাবি করেন টাকা দিতে অস্বীকার করায় বাবা হানিফা, মা গোলাপি ও বোন পারুলকে গাছের মোটা ডাল দিয়ে পিটিয়ে আহত করেন। পরে আহত অবস্থায় হানিফা, গোলাপি ও পারুল আক্তারকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। কর্তব্যরত চিকিৎসক হানিফ ও গোলাপির অবস্থা বেগতিক দেখে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শুক্রবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হানিফ মোল্লার মৃত্যু হয়। প্রতিবেশী আসমা আক্তার বলেন, ফারুক তার বাবা-মায়ের কাছে টাকা চাইলে না দেওয়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করেন। বোন পারুল তাদের উদ্ধার করতে গেলে তাকেও পিটিয়ে আহত করেন। আজ তার বাবা হানিফ মোল্লার মৃত্যু হয়েছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, আমরা জানতে পেরেছি ২০ হাজার টাকার জন্য ফারুক তার বাবা-মা ও বোনকে পিটিয়ে আহত করেছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় হানিফের মৃত্যু হয়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শরীয়তপুরের সখিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
শরীয়তপুরের সখিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের নূর মোহাম্মদ মাস্টার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।   নিহত গৃহবধূ ওই গ্রামের মো. আব্বাস বেপারীর স্ত্রী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নিজ রান্নাঘরে দুপুরে রান্না করছিলেন আসমা আক্তার। এ সময় পাশের ঘরে যাওয়ার সময় উঠানে একটি জুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।  সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বিদ্যুতের তার জড়িয়ে এক গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শরীয়তপুরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
শরীয়তপুরে ডোবার পানিতে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম তাহমিদ।  সোমবার (১২ আগস্ট) সকালে সদর উপজেলার ভর্তাইসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ। নিহত তাহমিদ ওই এলাকার বিল্লাল মাদবরের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার সকালে শিশুটির মা প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় শিশুটি মায়ের অগোচরে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ বিষয়ে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) মিতু আক্তার সুস্মিতা শারমিন বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটির মৃত্যুর বিষয়ে নিশ্চিত হই।’