• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo
শরীয়তপুরের সখিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
শরীয়তপুরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
শরীয়তপুরে ডোবার পানিতে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম তাহমিদ।  সোমবার (১২ আগস্ট) সকালে সদর উপজেলার ভর্তাইসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ। নিহত তাহমিদ ওই এলাকার বিল্লাল মাদবরের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার সকালে শিশুটির মা প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় শিশুটি মায়ের অগোচরে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ বিষয়ে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) মিতু আক্তার সুস্মিতা শারমিন বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটির মৃত্যুর বিষয়ে নিশ্চিত হই।’
শরীয়তপুরে ধর্ষণচেষ্টা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
পুকুরে পড়ে আছে বিদ্যুতের খুঁটি, এক মাসেও নজরে আসেনি কর্তৃপক্ষের
পদ্মা-মেঘনায় ইলিশ কম, জ্বালানি খরচও উঠছে না জেলেদের
শরীয়তপুরে জম-জমাট কোরবানির পশুর হাট
সাপ আতঙ্কে এলাকাবাসী
নদী বেষ্টিত শরীয়তপুরে বিভিন্ন জাতের সাপের উপদ্রব বাড়ছে। বিষাক্ত সাপের কামড়ে ঘটছে প্রাণহানির ঘটনাও। তবে এখনও সাপে কাটা রোগীদের প্রথম ভরসা ওঝা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে অ্যান্টিভেনম থাকলেও প্রচার প্রসার না থাকায় সেবা নিতে জেলার বাইরে চলে যাচ্ছেন অনেকেই। এতে সময়ের কালক্ষেপণে মৃত্যুর ঝুঁকি বাড়ছে। অথচ স্বাস্থ্য বিভাগ বলছে, দ্রুত সময়ের মধ্যে আসলেই মিলছে চিকিৎসা; পর্যাপ্ত রয়েছে অ্যান্টিভেনমও। গত ১১ মে সকালে শরীয়তপুরের সখিপুরে মুন্সিকান্দি এলাকার ব্যবসায়ী সেলিম মাদবর নিজ কৃষি জমিতে কাজ করার সময় বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। প্রথমে গুরুত্ব না দিয়ে ক্ষতস্থানে মুখের লালা লাগিয়ে পুনরায় কাজ করতে থাকেন তিনি। কিছুক্ষণ পর ঝিমুনি পেলে দৌড়ে আসেন স্থানীয় ওঝার কাছে। পরবর্তীতে তার পরিবার বিষয়টি টের পেয়ে দ্রুত ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই জানতে পারেন সেখানে অ্যান্টিভেনম নেই। পরে তাকে নিয়ে যাওয়া হয় চাঁদপুর সদর হাসপাতালে। সেখানে নিয়ে অ্যান্টিভেনমের ১০টি ডোজ প্রয়োগ করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।  একইভাবে ১৮ মার্চ ও ২৬ এপ্রিল সাপের কামড়ে মৃত্যু হয় একই উপজেলার আল্লাদী বেগম ও ইমামুল বেপারীর। সময়ের কালক্ষেপণ ও ভ্যাকসিন আছে কি না তা না জানা গেলেও তিন মাসে একই এলাকায় সাপের কামড়ে তিনজনের মৃত্যু হয়। নদী বেষ্টিত এলাকা হওয়ায় প্রতি বছরই বর্ষার মৌসুমে বাড়ছে সাপের উপদ্রব। সবচেয়ে বেশি সাপের কামড়ের শিকার হচ্ছেন ভেদরগঞ্জ উপজেলার মানুষ। বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে সাপ ও সাপের ডিম। এ নিয়ে আতঙ্কিত এলাকার মানুষ। বেসরকারি এক জরিপে জানা যায়, গত দুই মাসে অন্তত দুই শতাধিক মানুষ সাপের কামড়ের শিকার হয়েছেন। যার মধ্যে বেশির ভাগ মানুষই চিকিৎসা নিয়েছেন ওঝার কাছে। শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মিতু আক্তার বলেন, শরীয়তপুর সদর হাসপাতালে জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত ৩৭ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে বিষধর সাপের কামড়ের সিমটম থাকায় অ্যান্টিভেনম দিতে হয়েছে মাত্র ৬ জনকে। ৫ জন সুস্থ হলেও দেরিতে আসায় একজনকে বাঁচানো সম্ভব হয়নি। ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার বলেন,     ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন সাপে কাটা রোগী আসলেও অ্যান্টিভেনম লাগেনি। এ দিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগী এসেছেন ৮ জন। যার মধ্যে ১ জনকে অ্যান্টিভেনম দিতে হয়েছে। গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনও কোন সাপে কাটা রোগী যায়নি। ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন রোগী আসলেও এদের কাউকে এন্টিভেনম দেওয়া লাগেনি। নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন রোগী এসেছেন। তাদের কাউকে অ্যান্টিভেনম দেওয়া লাগেনি। এ বিষয়ে শরীয়তপুর জেলা সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান বলেন, সাপে কাটা রোগীদের মধ্যে বেশির ভাগই হাসপাতালে না এসে যাচ্ছেন ওঝার কাছে। এ রকম অপচিকিৎসা না দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। আমাদের কাছে রয়েছে পর্যাপ্ত অ্যান্টিভেনম। দ্রুত চিকিৎসা দিতে পারলে প্রাণে রক্ষা পাওয়া সম্ভব।
শরীয়তপুরে ইভিএমে যান্ত্রিক ত্রুটি, ৩০ মিনিট বন্ধ ছিল ভোটগ্রহণ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে শরীয়তপুরের ডামুড্যা ও গোসাইরহাট উপজেলায় আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।  বুধবার (২৯ মে) ডামুড্যা উপজেলার সিড্ডা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুরুতেই ১১টি ইভিএমে যান্ত্রিক ত্রুটির কারণে ভোটগ্রহণ বন্ধ ছিল ৩০ মিনিট।  দুই উপজেলার মোট ৮৮টি কেন্দ্রে ও ৭১৭টি কক্ষে ইভিএমে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেট, বিজিবি সদস্য ও র‍্যাবের টহল টিমসহ পুলিশ-আনসার মোতায়েন রয়েছে। দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ১০ জন প্রার্থী। দুই উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৮৩৮ জন। গোসাইরহাট উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান হয়েছেন এমদাদ হোসেন বাবলু মৃধা। সিড্ডা এলাকার ভোটার মিয়া চাঁন হাওলাদার বলেন, ‘সকালে কেন্দ্রে ভোট দিতে আসি। বেশ কয়েকবার মেশিনে আঙুলের ছাপ দিলেও মিলেনি। তাই ভোটকেন্দ্রের ভেতর কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম, পরে চলে যাই। পরবর্তীতে কেন্দ্রে এসে ভোট দেই। আধাঘণ্টা ভোটের মেশিন নষ্ট ছিল।’ ডামুড্যা উপজেলার সিড্ডা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রজাইডিং অফিসার গোলাম সারোয়ার বলেন, ‘সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। তবে সকালে ইভিএমে টেকনিক্যাল সমস্যার কারণে কিছু সময় ভোটগ্রহণ বন্ধ ছিল।’ 
শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু
ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেটে যাওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ৪৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) দুপুর ১২টা ২৫ মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহব্যবস্থাপক মো. ইকবাল হোসেন। তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিকেল সাড়ে ৩টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেটে গেলে দুপুর ১২টা ২৫ মিনিট থেকে আবার ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে সাতটি ফেরি চলাচল করছে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার (২৭ মে) বিকাল সাড়ে ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
নির্বাচনী মিছিলে অসুস্থ, প্রাণ গেলো সমর্থকের
শরীয়তপুর সদর উপজেলা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে মন্টু খান (৪৫) নামের এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় সদর উপজেলার রাজগঞ্জ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মন্টু খান তুলাসার ইউনিয়নের আড়িগাঁও এলাকার কুটি খানের ছেলে। তার আড়িগাঁও বাজারে একটি চায়ের দোকান রয়েছে। স্থানীয়রা জানান, মন্টু খান সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান আখন্দ ওরফে উজ্জ্বলের সমর্থক ছিলেন। শুক্রবার বিকেলে ওই চেয়ারম্যান প্রার্থীর পক্ষে একটি নির্বাচনী মিছিল বের করে তুলাসার ইউনিয়নের তার সমর্থকরা। সেই মিছিলে অনেকের সঙ্গে অংশ নিয়েছিলেন মন্টু খান। তারা মিছিলটি নিয়ে জেলা শহরের দিকে আসার পথে রাজগঞ্জ ব্রিজ এলাকায় আসলে অতিরিক্ত গরমে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন মন্টু খান। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।  ঘটনার প্রত্যক্ষদর্শী সিদ্দিক মিয়া বলেন, ‘আমরা তুলাসার ইউনিয়নের ঘোড়া মার্কার সমর্থকরা মিছিল নিয়ে বের হয়েছিলাম। মিছিলে বসে অনেক গরমে মন্টু ভাই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে একটি দোকানে নিয়ে পানি খাওয়াই। এর একটু পরেই তিনি মাটিতে পড়ে যান। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ এ বিষয়ে সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শেহরিয়ার ইয়াসিন বলেন, ‘মন্টু খানকে একটি ভ্যানে করে নিয়ে আসা হয়েছিলো। পরে দেখি তার হার্টবিট নেই ও নিশ্বাস বন্ধ। ইসিজি করার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।’  জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। তাছাড়া কেউ স্বাভাবিকভাবে মারা গেলে আমাদের খোঁজ নেওয়ার কোনো বিষয় নেই।’
‘ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস নাই’, ছাত্রলীগ নেতার বক্তব্য ভাইরাল
ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস নাই, কোনো শক্তি নাই! এভাবেই নিজের সংগঠনকে নিয়ে এক ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন শরীয়তপুরের জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল বেপারী। তবে এই ছাত্রলীগ নেতার এমন কর্মকাণ্ড এই প্রথম নয়। এর আগেও তিনি তার বেশ কয়েকটি বিতর্কিত কর্মকাণ্ডের মধ্য দিয়ে শিরোনাম হয়েছিলেন গণমাধ্যমে। রোববার (১২ মে) বিকেলে উপজেলা টিঅ্যান্ডটি মোড় এলাকায় উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজীর নির্বাচনী সভায় বক্তব্যকালে এমন বেফাঁস মন্তব্য করে বসেন তিনি। তার এই মন্তব্য ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল বেপারী দুই সন্তানের জনক। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা ছাত্রলীগের দায়িত্বে রয়েছেন। গত বছরের ১৩ ফেব্রুয়ারি তার নেতৃত্বে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ ও আসবাবপত্রের জন্য আহ্বান করা দরপত্রের বাক্স ভেঙে দরপত্রগুলো ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ ছাড়াও তিনি একই বছরের ৩০ মে শরীয়তপুরে পদ্মা সেতু দক্ষিণ থানায় ৭২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশের সঙ্গে একত্রিত হয়ে আসামিদের মারধর করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সবশেষে তিনি গত রোববার জাজিরা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইদ্রিস ফরাজীর পক্ষে নির্বাচনী সভায় ঘোড়া প্রতীকের আরেক চেয়ারম্যান পদপ্রার্থী এস এম আমিনুল ইসলাম রতন সরদারের বিপক্ষে বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্য দেওয়ার সময় ‘ছাত্রলীগকে বড় সন্ত্রাসী দল’ হিসেবে আখ্যা দেন।  ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমরা কোনো সন্ত্রাসীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানাতে পারিনা। কেননা এই উপজেলা পরিষদ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে সাধারণ মানুষের, নেতাকর্মীদের ও রাজনৈতিক সংগঠনের আস্থার জায়গা। আমরা সব সময় রাজনীতির নামে ব্যবসা করে নির্বাচনে প্রতিনিধি হয়ে রাজনীতিকে ব্যবসায় পরিণত করতে চাই। তাই সেইসব লোকের থেকে আগামী নির্বাচনে দূরে থাকতে হবে। ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস নাই, কোনো শক্তি নাই।’ এ বিষয়ে জানতে চাইলে জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল বেপারীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি। এমনকি তার হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও তিনি তার কোনো উত্তর দেননি। এ দিকে অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাসেদ উজ্জামান।  তিনি বলেন, ‘বিষয়টি মাত্র আপনার মাধ্যমে শুনতে পেলাম। সে যদি এ ধরনের বক্তব্য দিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’ 
চোরের ভয়ে পুলিশের মোটরসাইকেলে হাতকড়া
বিভিন্ন মামলার আসামিদের থানায় ধরে আনতে পুলিশ সদস্য ব্যবহার করে থাকেন হাতকড়া। চোরদের হাত থেকে মোটরসাইকেলের নিরাপত্তা নিশ্চিতে তালা হিসেবে সেই হাতকড়া ব্যবহার করার অভিযোগ উঠেছে শরীয়তপুরের পালং থানার এএসআই মাসুদ রানার বিরুদ্ধে। নিজের ব্যবহৃত মোটরসাইকেলের হাইড্রোলিক প্লেট হাতকড়া দিয়ে তালা মেরেছেন তিনি। এমনকি নম্বর প্লেটের স্থানে পুলিশ লিখে রেখেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এমন একটি ভিডিও।  মঙ্গলবার (৭ মে) দুপুরে ভাইরাল হওয়া ভিডিওতে হাতকড়া দিয়ে তালাবদ্ধ অবস্থায় পুলিশের  মোটরসাইকেলটি দেখতে পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে শরীয়তপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিনগর এলাকার মালয়েশিয়া প্রবাসী আল-আমিন মোল্লার বাসায় ভাড়া থাকেন পালং মডেল থানার এএসআই মাসুদ রানা। তিনি বাসার সামনে তার মোটরসাইকেলটি রাখেন। এ সময় তিনি আসামি ধরার জন্য ব্যবহৃত হাতকড়া দিয়ে মোটরসাইকেলের নিরাপত্তা নিশ্চিতে সামনের হাইড্রোলিক প্লেট তালা মেরে রাখেন। তার মোটরসাইকেলের পেছনে নেই নম্বর প্লেট। লেখা রয়েছে পুলিশ। প্রায় সময় তিনি এই কাজ করে থাকেন। স্থানীয় বাসিন্দা আশিকুর রহমান বলেন, আমি এই রাস্তা দিয়ে প্রতিদিনই যাতায়াত করি। মাঝে মধ্যেই দেখি হাতকড়া দিয়ে মোটরসাইকেলের সামনের চাকায় তালা দেওয়া থাকে। মোটরসাইকেলটির পেছনে নম্বর প্লেটও নেই। নম্বর প্লেটের স্থানে লেখা রয়েছে পুলিশ। পুলিশ সদস্যের এমন কর্মকাণ্ড কখনওই আশা করা যায় না।  হাতকড়া দিয়ে মোটরসাইকেলের সামনের চাকায় তালা মারার বিষয় জানতে চাইলে পালং থানার এএসআই মাসুদ রানা মুঠোফোনে হাসি দিয়ে বলেন, ‘হোন্ডা চুরি হয়ে যায়। লক ভেঙে চুরি করে নিয়ে যায় চোররা। এ জন্যই হাতকড়া দিয়ে তালা মেরে রাখি মোটরসাইকেলটি।’  শরীয়তপুর জেলা জজ আদালতের অ্যাডভোকেট সহিদুল ইসলাম সজীব বলেন, বেঙ্গল পুলিশ রেগুলেশন, প্রবিধান-৩৩০ এ হাতকড়ার ব্যবহার সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। সেখানে ৩৩০ (ই) বলা আছে, হাতকড়া সবসময় ব্যবহার উপযোগী রাখতে হবে। কোনো পুলিশ সদস্য পেশাগত কাজের বাইরে ব্যক্তিগত কাজে এটি ব্যবহার করতে পারবেন না।   জানতে চাইলে শরীয়তপুর জেলা সুপার মো. মাহবুবুল আলম বলেন, এ বিষয়ে আমার জানা নেই। আমি আপনার মাধ্যমে জানতে পেরেছি। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।