• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
যশোরের অভয়নগরে ঘাট নিয়ে দ্বন্দ্ব, সাবেক কাউন্সিলর খুন
গৃহবধূর রহস্যজনক মৃত্যু: মরদেহ রেখে লাপাত্তা স্বামী
যশোরের অভয়নগর উপজেলার আড়পাড়া গ্রাম থেকে প্রীতি মন্ডল নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ রোববার রাতে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। সোমবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি এস এম আকিকুল ইসলাম। এ বিষয়ে প্রীতি মন্ডলের বাবা উত্তম মন্ডল বলেন, খবর পাই আমাদের মেয়ে মারা গেছে। সঙ্গে সঙ্গে আমরা মেয়ের স্বামীর বাড়ি আড়পাড়াতে যাই। গিয়ে দেখি খাটের ওপর মেয়ের মরদেহ পড়ে আছে। থানায় খবর দিলে রোববার রাত ৩টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। যদিও প্রীতির পরিবারের অন্যান্য সদস্যদের দাবি, পরিকল্পিতভাবে মেয়েকে মেরে পালিয়েছে তার স্বামী সৌমিত্র ধর ও তার বাবা অমর ধর। এমনকি তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও করেনি তার শ্বশুর বাড়ির লোকেরা। জানা যায়, দুই বছর আগে পরিবারের সম্মতি ছাড়াই সৌমিত্র ধরের হাত ধরে প্রীতি মন্ডল সৌমিত্র ধরের বাড়িতে আসে। সৌমিত্রের পরিবার নিজেদের দায়িত্বে তাদের বিয়ের ব্যবস্থা করে। বিয়ের পর থেকেই সৌমিত্রের পরিবার প্রীতি মন্ডলকে ভালোভাবে মেনে নিতে পারেনি। প্রতিনিয়ত তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। নিহতের ভাই হরিনাথ বিশ্বাস বলেন, ‘প্রীতির স্বামী ও তার পরিবারের লোকজন মিলে আমার বোনকে মেরে ফেলে তার মরদেহ রেখে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে সবাই। এখন তারা গলায় ফাঁস লাগানোর নাটক সাজাচ্ছেন।’ এ বিষয়ে ওসি এসএম আকিকুল ইসলাম বলেন, ‘গৃহবধূর মরদেহ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ আরটিভি/এমকে/এসএ
সেপটিক ট্যাংক থেকে নারীর মরদেহ উদ্ধার
পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ / ‘দারোগা আম্মুর চুল ফ্যানের সঙ্গে বেঁধে ঝুলিয়ে দেয়’
চায়ের দোকানে আড্ডার সময় আ. লীগ নেতাসহ তিনজনকে গুলি
কাভার্ডভ্যানচাপায় শিক্ষকের মৃত্যু
লাশ নিয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল
যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেনকে (২৭) কুপিয়ে হত্যার প্রতিবাদে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে নওয়াপাড়া পৌর যুবলীগ। এসময় আসামিদের ধরে আইনের আওতায় আনতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন পৌর যুবলীগের নেতারা। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকালে নওয়াপাড়া পৌর যুবলীগের আয়োজনে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় বিক্ষোভ সমাবেশ করা হয়। লাশবাহী অ্যাম্বুলেন্স উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে পৌঁছলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে পরে নুরবাগ এলাকায় এসে শেষ হয়। এ সময় নওয়াপাড়া পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক বিল্লাল আহমেদ বাবুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক প্রসেনজিৎ দাস সনজিত, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রওশন কবির টুটুল, আহাদুর রহমান মামুন, উপজেলা যুবলীগ সদস্য শেখ ওলিয়ার রহমান, শেখ সম্রাট, উপজেলা তরুণ লীগের সভাপতি বিল্লাল হোসেন বকুল, উপজেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিশ্বাস, ছাত্রলীগ নেতা শেখ আব্দুল্লাহসহ যুবলীগ ছাত্রলীগের নেতারা। উল্লেখ্য, রোববার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টায় নওয়াপাড়া বাজার থেকে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা করে। পরে স্থানীয়রা তাকে জখম অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর খুলনা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম। হত্যার ২২ ঘণ্টা অতিবাহিত হলেও কোনো আসামি আটক করতে পারেনি পুলিশ।
যশোরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় মুরাদ হোসেন নামে ওয়ার্ড যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টায় নওয়াপাড়া বাজার থেকে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা করে। পরে স্থানীয়রা তাকে জখম অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর খুলনা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম। ওসি আকিকুল ইসলাম জানান, নিহত মুরাদ হোসেন নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। রোববার রাতে নওয়াপাড়া বাজার থেকে হেঁটে তরফদার পাড়ার বাড়ির দিকে যাচ্ছিলেন মুরাদ। পথে কবরস্থানের কাছে পৌঁছালে তার ওপর হামলা করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি মারাত্মক জখম হন।  ওসি বলেন, মুরাদকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, মুরাদের মৃত্যুর সংবাদ তার স্বজনরা অবহিত করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।