• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
বাইক ঠিক করতে না পারায় মেকানিককে পুলিশের গুলি 
যশোরের ঝিকরগাছায় ছুরিকাঘাতে শ্রমিক খুন
যশোরের ঝিকরগাছায় তৌফিক হোসেন (২৭) নামে এক শ্রমিক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।  শনিবার (২০ জানুয়ারি) উপজেলার কাটাখাল নামক স্থানে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত তৌফিক হোসেন ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। নিহতের লাশ এখন যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের মা রেহানা খাতুন জানান, তার ছেলে তৌফিক হোসেন আফিল ডিমের ফার্মে কাজ করে। আজ সকালে ঘুম থেকে উঠে কর্মস্থলে যায়। কাটাখাল মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার শারীরিক অবস্থা অবনতি হলে ডাক্তার যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, হাসপাতালে আনার আগেই তৌফিকের মৃত্যু হয়েছে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, এমন ঘটনা আমার জানা  নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ নিয়ে দেখছি।