• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
পালানোর সময় সেই ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার
সীমান্তে ইছামতী নদীর তীরে পড়েছিল অজ্ঞাত ব‍্যক্তির মরদেহ
যশোরের শার্শার সীমান্তের ইছামতী নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। মৃতের বয়স আনুমানিক ৫০ বছর হবে। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তের ১৭/৭এস এর ১০২ আর পিলার থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামকস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার। এ দিকে শার্শা থানার এসআই কামরুল ইসলাম বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা তার পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’  এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, ‘পাঁচভুলোট সীমান্তের শূন্য লাইন হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামকস্থানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। অজ্ঞাত মরদেহের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।’  আরটিভি/এমকে-টি
ভারতে পাচার হওয়া ২৪ বাংলাদেশিকে ফেরত
বেনাপোল স্থলবন্দরে কার্গো ভেহিক্যাল টার্মিনাল উদ্বোধন
ভারতে পালানোর সময় যুবলীগ নেতা গ্রেপ্তার 
ভারত থেকে এলো ৫৯৩ টন কাঁচামরিচ
বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৫ দিন
দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা পাঁচদিন বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ ছুটিতে বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির। তিনি জানান, ভারত থেকে এ ধরনের একটি চিঠি বন্দরে দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে টানা পাঁচদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। ১৪ অক্টোবর থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানির সব কার্যক্রম শুরু হবে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া গণমাধ্যমকে জানান, পূজার ছুটিতে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। আরটিভি/এএএ-টি 
ফের দেশে ঢুকেছে ভারতের ২ লাখ ডিম
বাজারে ডিমের অতিরিক্ত দামের লাগাম টানতে যশোরের শার্শার বেনাপোল বন্দর দিয়ে দ্বিতীয় চালানে ভারত থেকে ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিম আমদানি করা হয়েছে।   সোমবার (৬ অক্টোবর) বিকেলে বেনাপোল বন্দরে ডিমের চালানটি খালাস দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী। জানা যায়, ডিমের চালানটি বেনাপোলের প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাক্তার বিনয় কৃষ্ণ মণ্ডল পরীক্ষণ সম্পন্ন করেন।  তিনি বলেন, সংশ্লিষ্ট আমদানিকারকের কাগজপত্র পেয়েছি। তবে বেনাপোলে ডিম পরীক্ষার জন্য কোনো যন্ত্রপাতি নেই। ভারতীয় সার্টিফিকেটের ওপর ভিত্তি করে এখান থেকে ডিমের ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী বলেন, বাংলাদেশের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে একটি ডিমের চালান আমদানি করেছে। সেটির প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছে। সরেজমিনে পরীক্ষণ করে এ চালানটি খালাস দেওয়া হয়েছে।   আরটিভি/এমকে/এএইচ
যশোরের শার্শায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
যশোরের শার্শায় সজিব হাসান নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মরদেহ নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য।  মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামের তার নিজ ঘরের বাঁশের আঁড়া থেকে এ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শার্শা থানা পুলিশ। তবে এটা আত্মহত্যা না, পরিকল্পিতভাবে সজিবকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা পারভীনা বেগম। নিহতের মা পারভীনা বেগম বলেন, সজিব দীর্ঘদিন যাবৎ বাগআঁচড়া বাজারে একটি গার্মেন্টসের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। সোমবার রাতে আমরা কেউ বাড়িতে না থাকায় সে দোকান থেকে দ্রুত বাড়িতে চলে আসে। সকালে সে ঘুম থেকে উঠতে দেরি করায় সজিবের নানী জোহরা খাতুন ঘরের জানালা দিয়ে তাকালে সজিবের মরদেহ ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তার নানীর চিৎকারে আশপাশের মানুষ এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শার্শা থানার ওসি শেখ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মূল রহস্য জানা যাবে।  তিনি আরও বলেন, নিহতের পরিবার অভিযোগ বা মামলা করলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আরটিভি/এমকে
রেলস্টেশন চালুর দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ
যশোরের ঐতিহ্যবাহী গদখালী রেলস্টেশনটি পুনরায় চালুসহ ছয় দফা দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। রোববার (১৪ জুলাই) গদখালী রেলস্টেশন চত্বরে যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ব্রিটিশ আমল থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও গদখালী রেল স্টেশন চালু ছিল। এরপর কিছুদিন যশোর-বেনাপোল ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে আবার এই রেললাইন চালু হয়। কিন্তু গদখালী রেল স্টেশনটি চালু হয়নি। তারা আরও বলেন, এ অঞ্চলের মানুষ গদখালী রেলস্টেশন থেকে বনগাঁও হয়ে কলকাতায় বাজার করতে যেত। এখন ট্রেন ভারত যাচ্ছে কিন্তু অনেক পুরাতন গদখালী রেলস্টেশন চালু হয়নি। গদখালী রেলস্টেশনটি চালুর জন্য আমরা এই অঞ্চল থেকে মন্ত্রণালয়সহ রেল কোম্পানিকে আবেদনের মাধ্যমে লিখিত জানিয়েছি কিন্তু সফলতা পাওয়া যায়নি। এ ছাড়া এই স্টেশনটি চালু না হওয়ার পেছনে স্থানীয় কিছু কুচক্রীমহল কাজ করছে। ফুল উৎপাদক সমিতির নেতারা বলেন, ঐতিহ্যবাহী গদখালী রেলস্টেশনটি চালু এলাকার জনগণের প্রাণের দাবি। কারণ, ফুলের রাজ্য হিসেবে খ্যাত এখানকার নানাজাতের ফুল ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে যায়।  যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে সমাবেশে দাবি আদায় সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ভিটু প্রমুখ বক্তব্য রাখেন।
দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ১৩ বাংলাদেশি
ভারতে পাচারের শিকার হওয়া ১৩ বাংলাদেশি নারী, শিশুর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। রোববার (২৩ জুন) ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাদের। পরে আইনি সহায়তার জন্য তাদের গ্রহণ করে বেনাপোল পোর্টথানা পুলিশ। ফেরত আসা বাংলাদেশিরা হলেন বাগেরহাট জেলার মুয়াঘাট উপজেলার আমজেদ তালুকদারের ছেলে রফিক তালুকদার (৬৬), মামুন তালুকদার (২৫), নাজমুল সিকদার (৩৮), রাজু ভূঁইয়া (২৪), সাত্তার মোল্লা (৫৩), ওমর ফারুক শেখ (২৬), আফসানা আক্তার লাকী (২২) ফাতেমা (৪), আব্দুল আমিন (৬), ফাতেমা (২৮), মরিয়ম (২৩), ফাহিম (২) ও মাহিম (৪)। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন ওসি আজহারুল ইসলাম। তিনি বলেন, ‘সংসারের অভাব-অনটনের সুযোগ নিয়ে ভালো কাজের কথা বলে দালাল চক্র ২ বছর আগে তাদের সীমান্তপথে ভারতে নিয়ে যায়। পরে তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে সেখানে ফেলে রেখে চলে আসে।’ তিনি আরও বলেন, ‘এ সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। সেখানে দেড় থেকে দুই বছর কারাভোগের পর তারা দেশে ফেরার সুযোগ পায়। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে তুলে দেবে পুলিশ।’
যশোরে গাছের ডাল ভেঙে পথচারীর মৃত্যু
যশোরের শার্শায় রাস্তার পাশের গাছের ডাল ভেঙে জোহর আলী (৪৭) নামে এক পথচারী মারা গেছেন।  সোমবার রাত সাড়ে ৯টায় জামতলা-শার্শা সড়কের রিফা ব্রিক্সের সামনে ঘটনাটি ঘটে। মঙ্গলবার (১১ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের বড়বাড়িয়া ওয়ার্ডের মেম্বার সাহেব আলি। মেম্বার সাহেব আলি বলেন, ‘নিহত জোহর আলী শার্শা উপজেলার বড়বাড়িয়া গ্রামের ছোট খোকার ছেলে। তিনি বেলতলা আমবাজারে সততা থ্রি-স্টার ফলভাণ্ডার নামে আমের আড়তে কাজ করতেন। আকাশে মেঘ দেখে জামতলা বাজার থেকে রাতে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন জোহর আলী। পথে রিফা ব্রিক্সের সামনে পৌঁছালে দমকা ঝড়ো হাওয়ায় রাস্তার পাশে থাকা মরা গাছের শুকনা ডাল ভেঙে পড়ে তার ওপর। এতে তিনি মাথায় মারাত্মক আঘাত পান। অন্যান্য পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ এ দিকে জামতলা বাজার কমিটির সভাপতি ইয়াকুব আলী বলেন, ‘জামতলা-শার্শা সড়কের পাশে লাগানো গাছগুলো জেলা পরিষদের। পাঁচ বছর আগে জামতলা বাজার সংলগ্ন রিফা ও বিশ্বাস ব্রিক্সের সামনের অন্তত ১০টি গাছ মরে শুকিয়ে গেছে। সামান্য ঝড় হলেই গাছগুলো ভেঙে পড়ার সম্ভাবনা থাকলেও আইনি জটিলতায় গাছগুলো কাটা যাচ্ছে না।’ এ বিষয়ে শার্শা থানার ওসি মনিরুজ্জামান বলেন, মৃত্যুর বিষয়টি নাভারন হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে।