• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo
ভারতে পাচার হওয়া ২৪ বাংলাদেশিকে ফেরত
বেনাপোল স্থলবন্দরে কার্গো ভেহিক্যাল টার্মিনাল উদ্বোধন
যশোরের বেনাপোলে ভেহিক্যাল টার্মিনালের উদ্বোধন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় পরিচালিত এ স্থল বন্দরে তিনি এ টার্মিনাল উদ্বোধন করেন। নৌপরিবহন মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্বোধনকালে উপদেষ্টা বলেন, বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে স্থলপথের সিংহভাগ আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পন্ন হয়ে থাকে। এ বন্দরের মাধ্যমে প্রতিদিন প্রায় ৫০০ থেকে ৬০০টি ভারতীয় পণ্যবাহী ট্রাক এবং ৪৫০ থেকে ৫০০টি বাংলাদেশি পণ্যবাহী ট্রাক বন্দরে আগমন করে। কিন্তু বেনাপোল স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশের পর ব্যবহারযোগ্য কোনো টার্মিনাল না থাকায় অধিকাংশ পণ্যবাহী ট্রাক সড়কের ওপর অবস্থান করতো। ফলে সেখানে সার্বক্ষণিক যানজটের কারণে স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হতো। নবনির্মিত কার্গো ভেহিক্যাল টার্মিনালটি নির্মাণের ফলে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের পর এ টার্মিনালে নিরাপদে সংরক্ষণ করা সম্ভব হবে। তিনি আরও বলেন, এ প্রকল্পটি বাস্তবায়নের ফলে বেনাপোল স্থলবন্দরের দক্ষতা অনেকাংশেই বৃদ্ধি পাবে এবং আমদানি-রপ্তানি কাজে নিয়োজিত যানের টার্নরাউন্ড টাইম উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একইসঙ্গে বন্দরের যানজট নিরসন হবে এবং দক্ষতা বৃদ্ধির ফলে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণও বৃদ্ধি পাবে। উপদেষ্টা কার্গো ভেহিক্যাল টার্মিনাল উদ্বোধন ও পরিদর্শন শেষে দুপুরে স্থলবন্দরের কর্মকর্তাকর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভায় নৌপরিবহন উপদেষ্টা স্থলবন্দরের ইক্যুইপমেন্ট সরবরাহ, আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের যাত্রীসেবার মান বৃদ্ধিকরণ, বন্দরের অভ্যন্তরে যানজট নিরসন, নতুন ওয়্যারহাউজ/শেড নির্মাণ, নিজস্ব ব্যবস্থাপনায় ইক্যুইপমেন্ট হ্যান্ডলিংয়ের ব্যবস্থাকরণ, বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। তিনি দুর্নীতি নির্মূলকরণ ও বেনাপোল স্থলবন্দরে ভারতীয় অংশের চেয়ে উন্নত সেবা নিশ্চিত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। বেনাপোল স্থলবন্দরে নবনির্মিত কার্গো ভেহিক্যাল টার্মিনালটি ৪১ একর জমি অধিগ্রহণ করে নির্মাণ করা হয়েছে। টার্মিনালটিতে একসঙ্গে প্রায় ১৫০০টি ট্রাক ধারণের সক্ষমতা রয়েছে। এখানে পার্কিং ইয়ার্ড, অভ্যন্তরীণ রাস্তা, সব সংস্থার কার্যক্রম সম্পাদনের জন্য কার্গো ভবন, টার্মিনাল ব্যবহারকারীদের বন্দর সেবা ভবন, নিরাপত্তা ব্যবস্থার জন্য আধুনিক ফায়ার ফাইটিং ব্যবস্থা ও সিসিটিভি স্থাপন, আধুনিক মানের ওয়াশ ব্লক, ১০০ মেট্রিক টন ক্ষমতার ওয়েব্রিজ স্কেল ও ড্রেনেজ সিস্টেমসহ অন্যান্য আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হয়েছে। বেনাপোল স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষে বন্দরের সক্ষমতা বৃদ্ধি, যানজট নিরসন এবং স্থলপথে বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে ২০২২ সালে ৩২৯.২৮ কোটি টাকা ব্যয়ে বেনাপোল স্থলবন্দরে কার্গো ভেহিক্যাল টার্মিনালটির নির্মাণ কাজ আরম্ভ করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান ও যশোর জেলা প্রশাসক মো. আজহারুল ইসলামসহ অন্যান্য সরকারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আরটিভি/এএএ   
ভারতে পালানোর সময় যুবলীগ নেতা গ্রেপ্তার 
ভারত থেকে এলো ৫৯৩ টন কাঁচামরিচ
বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৫ দিন
ফের দেশে ঢুকেছে ভারতের ২ লাখ ডিম
যশোরের শার্শায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
যশোরের শার্শায় সজিব হাসান নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মরদেহ নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য।  মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামের তার নিজ ঘরের বাঁশের আঁড়া থেকে এ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শার্শা থানা পুলিশ। তবে এটা আত্মহত্যা না, পরিকল্পিতভাবে সজিবকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা পারভীনা বেগম। নিহতের মা পারভীনা বেগম বলেন, সজিব দীর্ঘদিন যাবৎ বাগআঁচড়া বাজারে একটি গার্মেন্টসের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। সোমবার রাতে আমরা কেউ বাড়িতে না থাকায় সে দোকান থেকে দ্রুত বাড়িতে চলে আসে। সকালে সে ঘুম থেকে উঠতে দেরি করায় সজিবের নানী জোহরা খাতুন ঘরের জানালা দিয়ে তাকালে সজিবের মরদেহ ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তার নানীর চিৎকারে আশপাশের মানুষ এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শার্শা থানার ওসি শেখ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মূল রহস্য জানা যাবে।  তিনি আরও বলেন, নিহতের পরিবার অভিযোগ বা মামলা করলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আরটিভি/এমকে
রেলস্টেশন চালুর দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ
যশোরের ঐতিহ্যবাহী গদখালী রেলস্টেশনটি পুনরায় চালুসহ ছয় দফা দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। রোববার (১৪ জুলাই) গদখালী রেলস্টেশন চত্বরে যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ব্রিটিশ আমল থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও গদখালী রেল স্টেশন চালু ছিল। এরপর কিছুদিন যশোর-বেনাপোল ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে আবার এই রেললাইন চালু হয়। কিন্তু গদখালী রেল স্টেশনটি চালু হয়নি। তারা আরও বলেন, এ অঞ্চলের মানুষ গদখালী রেলস্টেশন থেকে বনগাঁও হয়ে কলকাতায় বাজার করতে যেত। এখন ট্রেন ভারত যাচ্ছে কিন্তু অনেক পুরাতন গদখালী রেলস্টেশন চালু হয়নি। গদখালী রেলস্টেশনটি চালুর জন্য আমরা এই অঞ্চল থেকে মন্ত্রণালয়সহ রেল কোম্পানিকে আবেদনের মাধ্যমে লিখিত জানিয়েছি কিন্তু সফলতা পাওয়া যায়নি। এ ছাড়া এই স্টেশনটি চালু না হওয়ার পেছনে স্থানীয় কিছু কুচক্রীমহল কাজ করছে। ফুল উৎপাদক সমিতির নেতারা বলেন, ঐতিহ্যবাহী গদখালী রেলস্টেশনটি চালু এলাকার জনগণের প্রাণের দাবি। কারণ, ফুলের রাজ্য হিসেবে খ্যাত এখানকার নানাজাতের ফুল ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে যায়।  যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে সমাবেশে দাবি আদায় সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ভিটু প্রমুখ বক্তব্য রাখেন।
দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ১৩ বাংলাদেশি
ভারতে পাচারের শিকার হওয়া ১৩ বাংলাদেশি নারী, শিশুর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। রোববার (২৩ জুন) ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাদের। পরে আইনি সহায়তার জন্য তাদের গ্রহণ করে বেনাপোল পোর্টথানা পুলিশ। ফেরত আসা বাংলাদেশিরা হলেন বাগেরহাট জেলার মুয়াঘাট উপজেলার আমজেদ তালুকদারের ছেলে রফিক তালুকদার (৬৬), মামুন তালুকদার (২৫), নাজমুল সিকদার (৩৮), রাজু ভূঁইয়া (২৪), সাত্তার মোল্লা (৫৩), ওমর ফারুক শেখ (২৬), আফসানা আক্তার লাকী (২২) ফাতেমা (৪), আব্দুল আমিন (৬), ফাতেমা (২৮), মরিয়ম (২৩), ফাহিম (২) ও মাহিম (৪)। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন ওসি আজহারুল ইসলাম। তিনি বলেন, ‘সংসারের অভাব-অনটনের সুযোগ নিয়ে ভালো কাজের কথা বলে দালাল চক্র ২ বছর আগে তাদের সীমান্তপথে ভারতে নিয়ে যায়। পরে তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে সেখানে ফেলে রেখে চলে আসে।’ তিনি আরও বলেন, ‘এ সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। সেখানে দেড় থেকে দুই বছর কারাভোগের পর তারা দেশে ফেরার সুযোগ পায়। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে তুলে দেবে পুলিশ।’
যশোরে গাছের ডাল ভেঙে পথচারীর মৃত্যু
যশোরের শার্শায় রাস্তার পাশের গাছের ডাল ভেঙে জোহর আলী (৪৭) নামে এক পথচারী মারা গেছেন।  সোমবার রাত সাড়ে ৯টায় জামতলা-শার্শা সড়কের রিফা ব্রিক্সের সামনে ঘটনাটি ঘটে। মঙ্গলবার (১১ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের বড়বাড়িয়া ওয়ার্ডের মেম্বার সাহেব আলি। মেম্বার সাহেব আলি বলেন, ‘নিহত জোহর আলী শার্শা উপজেলার বড়বাড়িয়া গ্রামের ছোট খোকার ছেলে। তিনি বেলতলা আমবাজারে সততা থ্রি-স্টার ফলভাণ্ডার নামে আমের আড়তে কাজ করতেন। আকাশে মেঘ দেখে জামতলা বাজার থেকে রাতে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন জোহর আলী। পথে রিফা ব্রিক্সের সামনে পৌঁছালে দমকা ঝড়ো হাওয়ায় রাস্তার পাশে থাকা মরা গাছের শুকনা ডাল ভেঙে পড়ে তার ওপর। এতে তিনি মাথায় মারাত্মক আঘাত পান। অন্যান্য পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ এ দিকে জামতলা বাজার কমিটির সভাপতি ইয়াকুব আলী বলেন, ‘জামতলা-শার্শা সড়কের পাশে লাগানো গাছগুলো জেলা পরিষদের। পাঁচ বছর আগে জামতলা বাজার সংলগ্ন রিফা ও বিশ্বাস ব্রিক্সের সামনের অন্তত ১০টি গাছ মরে শুকিয়ে গেছে। সামান্য ঝড় হলেই গাছগুলো ভেঙে পড়ার সম্ভাবনা থাকলেও আইনি জটিলতায় গাছগুলো কাটা যাচ্ছে না।’ এ বিষয়ে শার্শা থানার ওসি মনিরুজ্জামান বলেন, মৃত্যুর বিষয়টি নাভারন হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে।
ফজরের নামাজ পড়ে ফেরার পথে প্রাণ গেল ২ বৃদ্ধের
যশোরের শর্শায় ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ২ বৃদ্ধ নিহত হয়েছেন। তাদের নাম নাসির উদ্দীন (৬৮) ও আলী বক্স (৬৫)। মঙ্গলবার (৪ জুন) ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা হক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দীন নাভারন কলেজের ইসলামি শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ছিলেন।  আলী বক্স জাপান-বাংলাদেশ কোম্পানির নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা দুজন প্রতিদিন ভোরে মসজিদে জামাতে নামাজ আদায় করতেন। মঙ্গলবার ফজরের নামাজ শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে আসা বেনাপোলগামী মালবাহী একটি কাভার্ডভ্যান তাদেরকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।  পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাভারন হাইওয়ে থানার ওসি জয়ন্ত কুমার দাস। তিনি বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
দুর্ঘটনায় পা হারানো জান্নাত পেল জিপিএ-৫
যশোরে সড়ক দুর্ঘটনায় পা হারানো মিফতাহুল জান্নাত নামের এক শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। রোববার (১২ মে) তার ফলাফল প্রকাশিত হয়। জান্নাত জেলার শার্শা উপজেলার বুরুজবাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। জানা গেছে, জান্নাত শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। ২০০৯ সালে ইঞ্জিনচালিত ভ্যানে করে যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন। এসময় বিদ্যালয়ের গেটের উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর চালক পিকআপটি তার শরীরের ওপর দিয়ে চালিয়ে দেন। এতে তার দুই পা জখম হয়। জান্নাতকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তার ডান পায়ের হাঁটুর নিচ থেকে কেটে বাদ দেন। ফলাফলের ব্যাপারে জান্নাত বলেন, এই ফলাফলে আমি খুব খুশি। ভালো করে লেখাপড়া করে আমি চিকিৎসক হতে চাই। জান্নাতের বাবা রফিকুল ইসলাম বলেন, জান্নাত প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। এবার এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছে, এতে আমি খুশি। আমার খুব সামান্য আয়। তা-ই দিয়ে ওকে আমি লেখাপড়া করিয়ে যাচ্ছি। যত কষ্টই হোক আমি ওকে চিকিৎসক বানানোর চেষ্টা করব।