• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

গণঅধিকারের রাশেদকে রাজনৈতিক সহযোগিতা দিতে বিএনপির চিঠি 

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২৪, ২০:০৬
রাশেদ খানকে রাজনৈতিক সহযোগিতা দিতে বিএনপির চিঠি 
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানকে রাজনৈতিক সহযোগিতা দেওয়ার জন্য ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় বিএনপির এমন নির্দেশনার পর জেলাজুড়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

জানা গেছে, ২৪ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর একটি চিঠি প্রেরণ করেন। যেখানে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানকে তার নিজ সংসদীয় এলাকা ঝিনাইদহ-২ আসনে (হরিনাকুন্ড ও সদরের একাংশ) তাকে রাজনৈতিক সহযোগিতা দেওয়ার কথা বলা হয়। কেন্দ্র থেকে এমন ঘোষণা আসার পরই জেলাজুড়ে শুরু হয় আলোচনা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কয়েকজন জেলা পর্যায়ের নেতা জানিয়েছেন, এমন ঘটনা রাজনীতিতে বিরল। এতে দলে অভ্যন্তরীণ কোন্দল বাড়তে পারে।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, চিঠি পেয়েছি। এ ব্যাপারে পরে কথা বলব।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: এমরান সালেহ প্রিন্স
মুক্তিযোদ্ধাকে হেনস্তার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ
অনির্বাচিত কেউ কি বলল তা নিয়ে বিএনপি ভাবে না: আমির খসরু
বিএনপি লড়াই করেছে বলেই ছাত্ররা ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছে: মির্জা ফখরুল