ঢাকারোববার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

বেপরোয়া প্রাইভেট কার কেড়ে নিল দুটি জীবন

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০১৬ , ১১:১৬ এএম


loading/img

মেয়ের বাড়ি যাওয়া হলো না, তার আগেই বেপরোয়া প্রাইভেট কার কেড়ে নিল তাদের জীবন। ভোরের আলো ফুটতেই ঈদের আনন্দ ভাগাভাগি করতে মেয়ের বাড়ি যাবার জন্য বের হন আতাউর রহমান (৭০) ও তার স্ত্রী রওশন আরা (৬০)।

বিজ্ঞাপন

তারা শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের পাশে হাজী আশরাফ আলী মার্কেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু দ্রুতগতির একটি প্রাইভেট কার আচমকা এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে  মারা যান এই দম্পতি।

খবর পেয়ে তাদের ছেলে রায়হানসহ পরিবারের সদস্যরা ছুটে আসেন।  তিনি বলেন, কোরবানির মাংস দিতে মেয়ের বাসা মোহাম্মদপুর যাচ্ছিলেন তার মা-বাবা।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদা জানান, গাড়ি থেকে তিন যুবককে পালিয়ে যেতে দেখা গেছে। তারা কাজীপাড়ার ওদিক থেকে আসছিলেন। গাড়ির ভেতর মদের বোতল পাওয়া যায়। এ থেকে পুলিশ ধারণা করছে যুবকেরা মাতাল ছিলেন।



আরএইচ/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |