প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি নিয়ে অভিযোগের মুখে থাকা বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু বলেছেন, অভিযোগের তদন্ত চলছে, এখনো প্রমাণিত হয়নি। আমি নিজেকে দোষী মনে করি না। যেসব অভিযোগ নিয়ে তদন্ত হচ্ছে সেসব বিষয়ে উত্তর দিয়েছি। আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে উত্তর দিয়েছি।
আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে চার ঘন্টাব্যাপী জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
আবদুল হাই বাচ্চু বলেন, দুদককে প্রয়োজনবোধে আমি আরো সহযোগিতা করবো। কাজেই এ বিষয়ে বলা খুব মুশকিল। তদন্ত চলছে দেখা যাক কি হয়।’
এর আগে সকাল সাড়ে ৯টায় দুদক কার্যালয়ে হাজির হন তিনি। দুদক পরিচালক জায়েদ হোসেন খান ও সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে ১২ সদস্যের একটি বিশেষ টিম বেলা দেড়টা পর্য্ন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে।
বেসিক ব্যাংকের দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টের কয়েক দফা পর্যবেক্ষণ আসার পর সম্প্রতি ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বাচ্চু ও পরিচালনা পর্ষদের সদস্যদের জিজ্ঞাসাবাদের উদ্যোগ নেয় দুদক।
ঋণ কেলেঙ্কারির এ ঘটনায় গত ২২ নভেম্বর থেকে দুদকের এই জিজ্ঞাসাবাদ চলছে। এর আগে রোববার পর্যন্ত বেসিক ব্যাংকের সাবেক ১০ পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এরা হলেন- ব্যাংকটির পরিচালনা পর্যদের সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম, আনিস আহমদ, কামরুন নাহার আহমেদ, অধ্যাপক কাজী আকতার হোসাইন, সাখাওয়াত হোসেন, ফখরুল ইসলাম, একেএম কামরুল ইসলাম, জাহাঙ্গীর আখন্দ সেলিম, শ্যাম সুন্দর শিকদার ও একেএম রেজাউর রহমান।
এমসি/এসআর