ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

হলি আর্টিজান হামলার অভিযোগপত্র বছরের শেষ দিকে

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০৩ মার্চ ২০১৭ , ০৬:৩৫ পিএম


loading/img

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দেয়া হতে পারে চলতি বছরের শেষ দিকে। জানালেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে তিনি এ কথা জানান।

মনিরুল বলেন, হলি আর্টিজান হামলায় এখন পর্যন্ত ২০-২২ জনের সম্পৃক্ততা নিশ্চিত করেছে পুলিশ। এর মধ্যে ১৪ জন নিহত হয়েছে। তবে জড়িতের সংখ্যা ৩০ থেকে ৩৫ জন হতে পারে।

বিজ্ঞাপন

গেলো বছরের ১ জুলাই হলি আর্টিজানে জঙ্গি হামলায় ২০ জন নিহত হন। এর মধ্যে ১৭ জনই বিদেশি। আর ৩ জন বাংলাদেশি।

এ ঘটনায় গেলো বৃহস্পতিবার রাজধানীর সেনপাড়া থেকে নব্য জেএমবির আধ্যাত্মিক নেতা মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুরকে গ্রেপ্তার করে পুলিশ।

এ নিয়েই এদিন সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন মনিরুল।

বিজ্ঞাপন

এ বিষয়ে তিনি বলেন, হলি আর্টিজানে হামলার অনুমোদন দেন কাশেম। তবে এ হামলায় তার সম্পৃক্ততা কতোটুকু তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান জানান, জেএমবির শীর্ষ নেতা মাওলানা সাইদুর রহমান ২০১০ সালে গ্রেপ্তার হন। এরপর জেএমবির বিদ্রোহী অংশের (নব্য জেএমবি) আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন কাশেম।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |