বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত এক শিক্ষকসহ ছয়জনকে আটক করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিকেসন-পিবিআই।
বিজ্ঞাপন
রাজধানী ও এর আশেপাশের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডির পিবিআই এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির পুলিশ সুপার আহসান হাছান।
বিজ্ঞাপন
এসময় তাদের কাছ থেকে মোবাইলফোন, ল্যাপটপ, ও প্রশ্নপত্র ফাঁসের বিভিন্ন দলিলাদি জব্দ করে পুলিশ।
প্রায় দু’শটি গ্রুপ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত রয়েছে বলেও জানান তিনি। সংঘবদ্ধ চক্রটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ পরীক্ষার উত্তর সমাধান এমনকি পরীক্ষা দিয়ে দেয়ার কাজ করে বলেও জানায় পিআইবি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আর/জেএইচ